৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

ম্যানসিটির টানা ২০ ম্যাচে জয়

- Advertisement -

ম্যানসিটিকে রুখবে কারা? বর্তমান সময়ে তাদেরকে রুখে দেয়ার সাহস দেখাতে পারাও দু:সাহসিক ব্যাপার। প্রিমিয়ার লিগে ২৬ ম্যাচে ১৯টাতে জিত। সব প্রতিযোগিতা মিলে রেকর্ড টানা ২০ ম্যাচ জিতেছে ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিল টপার ম্যানচেস্টার সিটি। দুই ডিফেন্ডারের গোলে নিজেদের মাঠে ওয়েস্ট হ্যামকে ২-১ ব্যবধানে হারিয়েছে পেপ গার্দিওয়ালার শিষ্যরা। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা নগর প্রতিদ্বন্দ্বি ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ১৩ পয়েন্ট এগিয়ে গেল সিটিজেনরা। এই জয় কোচ হিসেবে পেপ গার্দিওয়ালার জন্য বেশ রোমাঞ্চের। ম্যানসিটির দ্বায়িত্ব নেয়ার পর ২০০তম জয় গার্দিওয়ালার।

চারমাস পর প্রথম একাদশ দেখা যায় আর্জেন্টাইন সার্জিও অ্যাগুয়েরোকে। সাতটি পরিবর্তনও আনেন ম্যানসিটি কোচ। ম্যাচে লিড নিতে স্বাগতিকরা সময় নেয় ৩০ মিনিট। রুবেন দিয়াসের গোলে এগিয়ে যায় ম্যানসিটি। বিরতির আগে অবশ্য সমতায় ফিরে ওয়েস্ট হ্যাম, অ্যান্টোনিও’র গোলে।

অতিথিরা বেশ অনেক সময় সমতা ধরে রাখতে পারলেও ৬৮ মিনিটে আবারও পিছিয়ে পড়ে। জন স্টোনস ব্যবধান বাড়ান। শেষ পর্যন্ত এই গোলই ম্যাচের ব্যবধান গড়ে দেয়। ২৬ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে তালিকারা শীর্ষে ম্যানসিটি। ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে ওয়েস্ট হ্যাম

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img