২৮ ডিসেম্বর ২০২৪, শনিবার

ফরম্যাট ওয়ানডে বলেই আশাবাদী তামিম

- Advertisement -

টেস্টের পর টি-টোয়েন্টিও সিরিজেও খুব বাজেভাবে হেরেছে বাংলাদেশ দল। রোববার থেকে শুরু ওয়ানডে সিরিজ; বাকি দুই ফরম্যাটে ভালো না করলেও পঞ্চাশ ওভারের সিরিজে ভালো করবে টাইগাররা, বিশ্বাস করেন ওয়ানডে ক্যাপ্টেন তামিম ইকবাল খান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজ বিশ্বকাপ সুপার লিগের অংশ না, তবুও সুপার লিগের দুই নম্বর অবস্থানটাই বাংলাদেশ দলকে ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস যোগাচ্ছে।

গায়ানায় ঈদ নয় আগস্ট; তার আগেদিন অনুশীলনে বৃষ্টির সাথে লড়াই কর‌তে হয়েছে বাংলাদেশ দলকে। তামিম ইকবাল টি-টোয়েন্টি দলে ছিলেন না। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের আগে ক্যাপ্টেনের সম্বল ‘দুই বলের প্রস্তুতি’। তবুও তামিম আশাবাদী এবং সেটা ওয়ানডে বলেই।

“অনুশীলন নিয়ে সন্তুষ্ট হওয়ার আসলে কোনো সুযোগ নেই। এখানে এসেছি সাত-আটদিন হয়ে গেছে, এখনও ব্যাটিং করতে পারেনি। আমারদের মানসিকভাবেই প্রস্তুতি নিতে হবে। একটা সিরিজে যখন আপনি ম্যাচ জিততে পারছেন না তখন এটা সবসময় কঠিন। সাথে সাথে এটাও মনে রাখতে হবে ওয়ানডেতে আমরা খুব ভালো দল। ওয়েস্ট ইন্ডিও খুব ভালো খেলছে। আমাদেরকে সেরা ক্রিকেটটাই খেলতে হবে” – গণমাধ্যমকে তামিম ইকবাল খান

গায়ানায় বৃষ্টি শঙ্কা থাকছেই। ছবি: অলরাউন্ডার

সাকিব আল হাসান নেই; তামিম ইকবালের সোজাসাপ্টাই বললেন, বাংলাদেশের সাকিবের মানের অলরাউন্ডার নেই দেখেই প্রায় প্রতি সিরিজের আগে সাকিবের থাকা না থাকা নিয়ে তার কথা বলতে হয়।

“ক্রিকেটারদের ইনজুরি থাকতে পারে, বিরতি দরকার হতেই পারে। স্কোয়াডে যারা আছে তাদের থেকে সেরা এগারোকে নিয়ে খেলতে হবে। আমরা সেটাই চেষ্ট করছি। বাংলাদেশে খুব বেশী প্রোপার অলরাউন্ডার নেই; সেকারণেই হয়তো বারবার আমাকে একই প্রশ্নের (সাকিব প্রসঙ্গ) উত্তর দিতে হয়”

সব পরিকল্পনা অনুযায়ী চললে গায়ানায় প্রথম ওয়ানডে শুরু দশ আগস্ট অর্থাৎ ঈদের দিন (বাংলাদেশ) সন্ধ্যা সাড়ে সাতটায়। বৃষ্টি নিয়ে একটা শঙ্কা থাকছেই; বাংলাদেশ দল মাঠে নামতে পারে সাত ব্যাটসম্যান নিয়ে। সেক্ষেত্রে মোসাদ্দেক হোসেন অথবা নাজমুল হোসেন শান্তর মধ্য থেকে যেকোনো একজনকে থাকতে হতে পারে দলের বাইরে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img