এশিয়া কাপে দুষ্মন্ত চামিরা ও ওয়ানিন্দু হাসারাঙ্গার অভাব কাটিয়ে দুর্দান্ত খেলে ফাইনালেও জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। তবে ফাইনালের আগে আবারও চোটের শঙ্কা দেখা দিয়েছে লঙ্কান শিবিরে। বৃহস্পতিবার সুপার ফোরের শেষ ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছেন স্পিনার মাহিশ থিকসানা। চোট গুরুতর হলে ফাইনালে খেলা হবে না ডানহাতি এই বোলারের।
বৃহস্পতিবার শ্রীলঙ্কার বোলিং ইনিংস চলাকালীন একাধিকবার মাঠ ছেড়েছিলেন থিকসানা। চোট পরীক্ষা করতে শুক্রবার স্ক্যান করা হবে বলে জানিয়েছে আইসিসি।
পাকিস্তানের বিপক্ষে প্রথম পাঁচ ওভারে মাত্র ১৪ রান দেন ডানহাতি এই স্পিনার। বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হওয়ার ঠিক আগে ২৮তম ওভারে নেন মোহাম্মদ নওয়াজের উইকেট। তবে ৩৫ তম ওভারেই দেখা যাচ্ছিল বল করতে অসুবিধা হচ্ছিল তার। পরবর্তীতে ৩৯তম ওভারে মাঠ ছাড়ার পর আর মাঠেই নামেননি তিনি।
শ্রীলঙ্কার ওয়ানডে ফরম্যাটের খুবই গুরুত্বপূর্ণ অংশ এই স্পিনার। ১৫ ম্যাচে ১৭.৪৫ গড়ে ৩১ উইকেট নিয়ে, ২০২৩ সালে ওয়ানডেতে শ্রীলঙ্কার সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। ইনজুরি কাটিয়ে সম্পূর্ণ ফিট হতে পারলে শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াডেরও একজন গুরুত্বপূর্ণ সদস্য হবেন তাতেও কোন সন্দেহ নেই।