বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্স বনাম ফরচুন বরিশালের ম্যাচ। যেই দল জিতবে তারা ফাইনালে খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে। তবে চলমান বিপিএলে বরিশাল-রংপুর ম্যাচ মানেই দুই দলের লড়াই ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব আল হাসান ও তামিম ইকবালের অদৃশ্য লড়াই। এমন এক ম্যাচে টসে জিতে হেরে ব্যাট করবে নুরুল হাসান সোহানের রংপুর।
এবারের বিপিএলে মুখোমুখি লড়াইয়ে দুই দলই সমান একটি করে ম্যাচ জিতেছে। তাই এই ম্যাচটি যেই দল জিতবে সাকিব-তামিমের অদৃশ্য লড়াইয়ে জয়ী হবে তারা। টুর্নামেন্টে শুরুর দিকে অগোছালো থাকলেও সময় যত গড়িয়েছে ততই ছন্দে ফিরেছে বরিশাল। অন্যদিকে পুরো টুর্নামেন্টজুড়ে দারুণ পারফর্ম্যান্স করা রংপুর শেষ দুই ম্যাচে হেরে কিছুটা চাপেই আছে। (বিস্তারিত আসছে)…