১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

ফাখার জামান যেন ভ্যান গগ, শেষটাও হলো আত্মহত্যায়

- Advertisement -

কোন শব্দ দ্বারা ফাখার জামানের এমন ইনিংস ব্যখ্যা করা যায়? বাংলা শব্দের অভিধান খুলে বসলেও খুব সহজেই আপনি হয়তো তা খুঁজে পাবেন না।

অলিভার স্টোনের মুভি কিংবা ভিগালভির সুর, সবটাই যেন ফখার জামানের ব্যাটে মিলেমিশে সয়লাব। ভ্যান গগ মারা গিয়েছিলেন আত্মহত্যায়, ফাখার জামানের অনিন্দ্য সুন্দর ইনিংসটাও শেষ হয়েছে আত্মহত্যার মতোই রান আউটে। হয়তো ক্লান্ত ছিলেন; নয়তো উইকেটে দৌড়ানোর সময় বুঝেছিলেন আর হলো না। রান আউট হয়ে ফিরলেন, যখন ফিরছিলেন শূন্য মাঠটাও যেন দীর্ঘশ্বাস ফেলে বলছিল, ‘হিরোস নেভার ক্রাই’।

সাউথ আফ্রিকার জোহানেসবার্গের ওয়ান্ডারাস স্টেডিয়ামে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস, ২ নম্বর পজিশনে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস, রান তাড়ায় রানের হিসেবে সেরা ইনিংস। এতো শত রেকর্ড তবুও ইতিহাস বদলে ফখার পারেননি, ‘বাই সাইকেল থিফ’ সিনেমার হারানো সাইকেলের মতোই হয়তো হারিয়ে যাবে ফাখার জামানের ইনিংস। সময়ের ধুঁলো মুছে কেইবা খুঁজবে ফাখারের সাফল্যের দিনে অন্যদের ব্যর্থতা, ফাখার যেখানে খেলেছেন ১৯৩ রানের ইনিংস, দ্বিতীয় সর্বোচ্চ রান সেখানে ৩১।

ফাখার জামান জয়ের জন্যই খেলেছিলেন, তখন তিনি ১৪৫ বল খেলে ফেলেছেন, নরকিরায় বলে পাকিস্তানি এই ক্রিকেটারের ডাবল নেয়া দেখে মনে হয়নি তিনি ক্লান্ত। তবে শেষটা হলো হয়তো ক্লান্তিতেই, জয় পেতে পেতে জয় হারানোর ক্লান্তি, সাউথ আফ্রিকা জিতল, জিতলেন ফাখার জামানও।

সংক্ষিপ্ত স্কোর:

সাউথ আফ্রিকা:  ৩৪১/৬ (৫০ ওভার)  (ডি কক ৮০, বাভুমা ৯২, আফ্রিদি ১০-১-৭৫-১, হাসনাইন ১০-০-৭৪-১, ফাহিম ৯-০-৬২-১, রউফ ১০-০-৫৪-৩, শাদাব ৯-০-৬৪-০, আজিজ ২-০-১১-০)।

পাকিস্তান:  ৩২৪/৯ (৫০ ওভার) (ফখর ১৯৩, বাবর ৩১, শাদাব ১৩, আসিফ ১৯, ফাহিম ১১, আফ্রিদি ৫, রউফ ১*, হাসনাইন ১২*, ফেলুকওয়ায়ো ১০-০-৬৭-২, নরকিয়া ১০-১-৬৩-৩)।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img