fbpx

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি

0

র‌্যাংকিং হালনাগাদ করেছে ফিফা। দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। সবশেষ র‌্যাংকিংয়ে ১৮৬ নম্বরে ছিলো লাল সবুজ প্রতিনিধিরা। বর্তমানে জামাল,সোহেলদের অবস্থান ১৮৪’তে।

বাংলাদেশের উন্নতি তবে প্রতিবেশি ভারতের অবনতি এক ধাপ। শীর্ষ ছয় দেশের অবস্থান আগের মতোই। একে আছে বেলজিয়াম। এরপর ফ্রান্স,ব্রাজিল,ইংল্যান্ড,পর্তুগাল ও স্পেন। মেসির আর্জেন্টিনার অবস্থান আটে।

Share.

About Author

Leave A Reply