যেন বিশাল সাগরে হারিয়ে যাওয়ার মতো, কোনো কূল কিনারা নেই। ফুটবল প্রেমিদের জন্য শনিবার যেন তেমনই উপলক্ষ্য। ইংলিশ প্রিমিয়ার লিগে ৩ বিগ ম্যাচ। বুন্দেসলিগায় মাঠে নামবে বায়ার্ন মিউনিখ, বুরুশিয়া ডর্টমুন্ড। ফ্রান্সের লিগ ওয়ানে স্ট্রাসবার্গের প্রতিপক্ষ পিএসজি।
প্রিমিয়ার লিগে বিকেল পাঁচটায় ম্যানসিটির প্রতিপক্ষ লিডস ইউনাইটেড, লিগ টেবিলের সিটি নাম্বার ওয়ান, লিডস এগারো নম্বরে, শুধু পয়েন্ট আর অবস্থানের ব্যবধান না; সিটির সাম্প্রতিক ফর্ম লিডসের জন্য হতে পারে চিন্তার কারণ, শেষ ৩ ম্যাচে কোনো হার নাই। তারচেয়েও গুরত্বপূর্ণ, গার্দিওলার দল হজম করেনি কোনো গোল। অন্যদিকে দেরিতে হলেও সাফল্য পেতে শুরু করেছে লিডস। ম্যানসিটির ঘরের মাঠে সফরতরা দাপট দেখাবে কতটা? প্রশ্নের উওর সময়ের কাছেই তোলা থাক।
PEP ? We wish, all of us, to find the best for the last years of his [Aguero's] career, we will be delighted with the decision he takes, for his family, for his career.
My preference is his preference. The best for him is the best for us.
— Manchester City (@ManCity) April 9, 2021
ঘড়ির কাটায় রাত ৮টা, অ্যানফিল্ডে অ্যাস্টন ভিলাকে আতিথ্য দেবে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগের হারের গ্ল্যানি, তবে ইয়ুর্গেন ক্লপ আশাবাদী। দলে তেমন ইনজুরি সমস্যা নেই। হয়তো সফরতদের বিপক্ষে সেরা একাদশ নিয়েই মাঠে নামবে লিভারপুল। অন্যদিকে শেষ ম্যাচে ফুলহ্যামকে হারিয়ে দারুণ ছন্দে অ্যাস্টন ভিলা। অ্যানফিল্ডের ফুটবল উত্তেজনা শেষে আপনি চোখ রাখতে পারেন ক্রিস্টাল প্যালেস আর চেলসির ম্যচে। পোর্তকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে চেলসি, তবে বিশ্রামের সুযোগ নাই; লর্ডন ডার্বি দুদলের জন্যই গুরুত্বপূর্ণ।
Cheeky @nglkante, very cheeky! ? pic.twitter.com/6Z1AldG1Sd
— Chelsea FC (@ChelseaFC) April 9, 2021
ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে বুন্দেসলিগা, সন্ধ্যা সাড়ে সাতটায় বার্লিনের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ, রাত সাড়ে দশটায় স্টুটগার্টের প্রতিপক্ষ বুরুশিয়া ডর্টমুন্ড। রাত নয়টায় লিগ ওয়ানে পিএসজি মাঠে নামবে স্ট্রাসবার্গের বিপক্ষে।