৩ জানুয়ারি ২০২৫, শুক্রবার

ফুটবলে হাসল বাংলাদেশ

- Advertisement -

র‌্যাংকিংয়ে পার্থক্য ৬৪ ধাপ, কিরগিজস্তান যেখানে ১২২, বাংলাদেশ সেখানে ১৮৬; তবে র‌্যংকিংয়ের পার্থক্য ছাপিয়ে জয়ী দল বাংলাদেশ। যদিও গল্প কিছুটা বাকি আছে, বাংলাদেশ খেলেছে কিরগিজস্তান অনূর্ধ্ব ২৩ দলের বিপক্ষে। তবে জয় সবসময় এনে দেয় আনন্দের উপলক্ষ্য, সাদ উদ্দিনের ক্রস থেকে আত্মঘাতী গোলে বাংলাদেশের এগিয়ে যাওয়ার মুহূর্তটাও ফুটবলের দু্র্দিনে কম আনন্দের না।

টুর্নামেন্ট দল তিনটা, কিরগিজস্তান, বাংলাদেশ এবং স্বাগতিক নেপাল। প্রথম ম্যাচে জামাল ভুঁইয়াকে দলে রাখা হয়নি। লম্বা ভ্রমণের ক্লান্তি নিয়ে নেপাল পা রাখা জামাল ভূঁইয়ার অনুপস্থিতিতে দলের অধিনায়ক সোহেল রানা, নতুন অ্যাসাইনমেন্টে লেটার মার্ক সোহেলের। পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে বাংলাদেশ।

আত্মঘাতী গোলেই তৈরি হয়েছে ব্যবধান, তবে পুরো দারুণ কিছু সেইভে লাইম লাইটে ছিলেন গোলরক্ষক আনিসুল রহমান জিকো। শুধু মঙ্গবারের ম্যাচ না, জিকোর গোলকিপিং প্রশংসা কুড়োচ্ছে বেশ লম্বা সময় ধরে, জাতীয় দলের সার্ভিসে এসে দুর্দান্ত জিকো।

বাংলাদেশের খেলেছে জাতীয় দল, তবে ম্যাচটি ‘ফিফা টায়ার টু’ পর্যায়ের। জিতলেও তাই র‌্যাংকিংয়ে পড়বে না কোনো প্রভাব। জাতীয় দলের ম্যাচে কিরগিজস্তানকে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img