১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

ফেডারেশন কাপ: নাটকীয় ফাইনালে জিতল বসুন্ধরা কিংস

- Advertisement -

প্রথম নব্বই মিনিটে খেলা ছিলো ১-১ সমতা। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে এগিয়ে গেল বসুন্ধরা কিংস। সেই গোল নিয়েই যত নাটক। ফাউলের অভিযোগ তুলে মোহামেডান আর খেলতেই চায়নি। পরে মাঠে নামলেও সাদা-কালোরা ছিলো ছন্নছাড়া। গোল শোধ হয়নি। ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংসের ২-১ গোলে জয়।

ম্যাচের প্রথমার্ধ ছিলো গোলশূন্য। ৬৩ মিনিটে ইমানুয়েল সানডের গোলে এগিয়ে যায় মোহামেডান। গোল খেয়ে যেন ঘুম ভাঙে বসুন্ধরার। একের পর এক আক্রমণ। ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে উপস্থিত হাজার দশেক দর্শক উপভোগ করেছে জমজমাট এক ফাইনাল।

ম্যাচের ৮৬ মিনিটে কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মিগুয়েল দামাসেনোর গোলে সমতায় ফেরে বসুন্ধরা। নির্ধারিত সময়ে ফলাফল ১-১ গোলে অমীমাংসিত থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেই অতিরিক্ত সময়ের প্রথমার্ধের যোগ করা সময়ে কিংসকে এগিয়ে দেন বদলি ফুটবলার জাহিদ হোসেন। সেখানেই শেষ।

স্বাধীনতা কাপ, প্রিমিয়ার লিগের পর ফেডারেশন কাপও জিতল বসুন্ধরা কিংস।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img