বদলে গেছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সময়, তবে বদলায়নি মিনিস্টার গ্রুপ রাজশাহীর ভাগ্য। শেষ পাঁচ ম্যাচে কোনো জয় নেই, কোয়ালিফায়ার স্বপ্ন ঝুলে আছে অনেক যদি-কিন্তুর ওপর। অন্যদিকে ৭ ম্যাচে ২ জয় নিয়ে পয়েন্টস টেবিলের সবশেষ দল ফরচুন বরিশাল। তাদেরও থাকছে কোয়ালিফায়ারে জায়গা করে নেওয়ার সুযোগ, তবে তার জন্য আছে হিসেব-নিকেশের প্যাচ।
আগামীকাল দিনের প্রথম ম্যাচে শীর্ষস্থানে থাকা গাজী গ্রুপ চট্টগ্রামের প্রতিপক্ষ মিনিস্টার গ্রুপ রাজশাহী। টুর্নামেন্টে এখন পর্যন্ত চট্টগ্রামের পয়েন্ট ১২, শীর্ষস্থানে থেকে পরের পর্বও নিশ্চিত। মোহাম্মদ মিথুনের দলের জন্য আগামীকাল দুপুর সাড়ে ১২টায় শুরু হতে যাওয়া ম্যাচটা তাই আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়া ছাড়া কিছুই নয়।
জয় নাজমুল হোসেন শান্তর দলের জন্য গুরুত্বপূর্ণ, তবে হারলেও থাকবে পরের পর্বে যাওয়ার সুযোগ। সেক্ষেত্রে দিনের দ্বিতীয় ম্যাচে তামিম ইকবালের দলের হারতে হবে বেক্সিমকো ঢাকার সাথে। প্রথম ম্যাচে রাজশাহী জিতলে পরের ম্যাচে বরিশাল জয় পেলেও চর্তুথ দল নিশ্চিতে হবে নেট রান রেটের হিসেব। ম্যাচের আগ পর্যন্ত যেখানে এগিয়ে থাকবে মিনিস্টার রাজশাহী।
অন্যদিকে কোয়ালিয়ার নিশ্চিত হলেও ঢাকা চাইবে জয়, চট্টগ্রামকে হারাতে পারলে দ্বিতীয় স্থানে থেকেই পরের রাউন্ডে খেলবে মুশফিকের দল, বরিশাল জিতলে কপাল খুলবে জেমকন খুলনার।