১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

বদলি নেমে আবাহনীকে জিতালেন জুয়েল রানা!

- Advertisement -

শেষ সময়ের গোলে জয় পেয়েছে। তবে প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয়ে ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী জানান দিচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার। এ জয়ে লিগে তিনে তিন ঢাকা আবাহনী। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ১-০ গোলে হারিয়েছে মারিও লেমোসের শিষ্যরা। আগের দুই ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসি ও ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে আকাশি নীলরা।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে আবাহনী। কিন্তু স্কোরশিটে নাম উঠাতে পারছিলনা কেউই। ধারে-ভারে পিছিয়ে থাকা রহমতগঞ্জ প্রথমার্ধ পর্যন্ত বেশ প্রতিরোধ গড়েছিলো। দ্বিতীয়ার্ধেও ছিল সেই ধারাবাহিকতা। আক্রমণের ধার বাড়াতে আবাহনী কোচ ম্যাচের ৫৭ মিনিটে মামুনুলকে উঠিয়ে মাঠে নামান জুয়েল রানাকে। কোচের আস্থার প্রতিদান দিয়েছেন তিনি।

মাঠে নামার ২২ মিনিট পরই ব্যবধান গড়ে দেন জুয়েল। ৭৯ মিনিটে রায়হানের লম্বা থ্রো থেকে প্রথমে বেলফোর্ট হেড করেন। বেলফোর্টের মাথা ছোঁয়া বলটি পাশেই দাঁড়িয়ে থাকা জুয়েল দুর্দান্ত হেডে পাঠান জালে। আর এই গোলেই আবাহনী এবারের মৌসুমে জয়ের ধারা ধরে রাখলো। লিগে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে আবাহনী। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় তালিকার টপে বসুন্ধরা কিংস।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img