বর্ষসেরা ওয়ানডে টিমে তিনজন, অথচ বর্ষসেরা টেস্ট টিমে নেই বাংলাদেশের একজন সদস্যও!
অবশ্য এটাই স্বাভাবিক। কারণ ২০২১ সালে ওয়ানডে ও টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স ছিলো এমনই দুই মেরুর। ওয়ানডে তে ১২টির মধ্যে ৮টি জিতে বাংলাদেশ যেখানে গতবছরের সফলতম দল, টেস্টে সেখানে খুব সহজেই সবচেয়ে ‘ব্যর্থ’ দলের তকমা দেওয়া যায় বাংলাদেশকে। ৫ টেস্টে মাত্র ১ জয় ও ১ ড্র। জয়টি আবার জিম্বাবুয়ের বিপক্ষে। হোয়াইটওয়াশ হয়েছে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের একেবারেই আনকোরা দলের কাছে।
তবে বাংলাদেশীরা না থাকলেও আইসিসি টেস্ট টিম অব ২০২১ এ রয়েছে বছরের সেরা পারফর্মাররাই। ওপেনিংয়ে রয়েছেন দিমুথ করুনারত্নে ও রোহিত শর্মা। যারা আবার এইবছর সেরা তিন রান সংগ্রাহকের দুইজন। ওয়ান ডাউনে নামবেন মারনাস লাবুশেন। শীর্ষ রান সংগ্রাহক জো রুট নামবেন ৪ নম্বরে। টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন অধিনায়ক কেন উইলিয়ামসন এই দলেরও অধিনায়ক। আরো আছেন ফাওয়াদ আলম ও রিশভ পান্থ।
দুই পাকিস্তানি ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি ও হাসান আলীর সাথে পেস ডিপার্টমেন্টে জায়গা পেয়েছেন কাইল জেমিসন। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার রবিচন্দ্রন আশ্বিন।
Here's your 2021 ICC Men's Test Team of the Year 📝
Are your favourite players a part of the XI? 🤔 pic.twitter.com/GrfiaNDkpx
— ICC (@ICC) January 20, 2022