২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

বাংলাদেশকে এক চুলও ছাড় দিতে নারাজ কনওয়ে

- Advertisement -

বাংলাদেশের সাথে হারের জ্বালা কিছুতেই যেন ভুলতে পারছে না নিউজিল্যান্ড। নিজেদের ঘরের মাঠের চেনা কন্ডিশন একেবারেই কাজে লাগাতে পারেনি তারা। টেস্টের প্রথম ইনিংসে ডেভন কনওয়ে পেয়েছিলেন শতকের দেখা। কিউইদের প্রাপ্তি বলতে শুধু এতটুকুই! তবে, প্রথম টেস্টের শোচনীয় পরাজয় ভুলে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে চান কনওয়ে।

“অবশ্যই, আমরা নতুন করে পরিকল্পনা করব এবং আগের ম্যাচ থেকে শিক্ষা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব। একটি দল হিসাবে এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ “- বলছিলেন কনওয়ে 

প্রথম টেস্টের ব্যর্থতা ভুলে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ভালো খেলতে বদ্ধপরিকর এই বাঁহাতি ব্যাটার। সেখানে বাংলাদেশকে একচুলও ছাড় দেবে না বলেই জানিয়েছেন তিনি, “আমাদের কাজগুলোকে জটিল করা যাবে না। এটা আমাদের জন্য বাঁচা-মরার লড়াই হতে যাচ্ছে। আমরা জানি, হ্যাগলির উইকেট খুবই ভালো। আমরা সেখানে যাবো এবং আমাদের স্কিল কাজে লাগাতে পারলে টেস্টটা জিততেও পারব।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img