শের-ই বাংলায় বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের প্রথম দিন কাটল কুশল বিনিময় আর স্মৃতি রোমন্থনে। বাংলাদেশে এসে পাকিস্তানের সাবেক কিংবদন্তি লেগস্পিনার মুশতাক আহমেদ ফিরে গেছেন অতীতে। পাকিস্তানের হয়ে খেলেছেন ৫২টি টেস্ট ও ১৪৪টি ওয়ানডে। বাংলাদেশে সবশেষ এসেছিলেন ১৯৯৮ সালে, ইন্ডিপেন্ডেন্স কাপে পাকিস্তানের হয়ে খেলতে। সেই স্মৃতিও মনে আছে মুশতাকের।
“মনে আছে, ৯২ বিশ্বকাপ জেতার পর ১৯৯৩–৯৪ সালে বাংলাদেশে আসা পাকিস্তান দলের অংশ ছিলাম আমি। বাংলাদেশে আসাটা সব সময়ই দারুণ ব্যাপার। পাকিস্তানি ক্রিকেটারদের অনেক ভক্ত এখানে। বাংলাদেশে খেলাটা আমরা খুবই উপভোগ করেছিলাম। এখানকার আতিথেয়তা চমৎকার” – বিসিবির পাঠানো ভিডিওবার্তায় মুশতাক
আমি এখানে পার্থক্য গড়তে এসেছি। ইনশা আল্লাহ্ আমি পার্থক্য গড়বই – মুশতাক আহমেদ
মুশতাকের অতীত কোচিং অভিজ্ঞতা বেশ পোক্ত। নিজের সবটা দিয়ে বাংলাদেশ দলকে সাহায্য করতে চান। মুশতাক মানছেন, ব্যাপারটা চ্যালেঞ্জিং; তবে অসম্ভব নয়।
“কাজটা বেশ চ্যালেঞ্জিং। ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে দেখলে বাকি বিশ্বের চেয়ে এটা সম্পূর্ণ আলাদা। আপনাকে এখানে মানিয়ে নিতে হবে এবং অনেক বেশি স্বপ্রণোদিত হতে হবে। এখানকার ক্রিকেটটাকে বুঝতে হবে।“
মুশতাক আহমেদের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রথমিক চুক্তি আসছে বিশ্বকাপের শেষ পর্যন্ত। মঙ্গলবার মুশতাকের হাতে প্র্যাকটিস কিট তুলে দিয়েছেন ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিস।