৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

বাংলাদেশকে নিয়েই পরের রাউন্ডে স্কটল্যান্ড

- Advertisement -

গ্রুপের শেষ ম্যাচে স্কটল্যান্ড জেতায় ‘বি’ গ্রুপের রানার্স-আপ হয়ে পরের রাউন্ডে বাংলাদেশ। সুপার-১২’তে টাইগারদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং গ্রুপ ‘এ’ থেকে চ্যাম্পিয়ন হয়ে আসা দল।

ম্যাচ শুরুর আগে সমীকরণ ছিল, স্কটল্যান্ড জিতলেই হবে গ্রুপ চ্যাম্পিয়ন। ওমানকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে জিততে হতো সর্বনিম্ন ৭৯ রানে। যদি ৭৯ রানের কম ব্যবধানে জিততো স্বাগতিকরা, তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে যেত বাংলাদেশ। কিন্তু, ওমানের হারের মধ্য দিয়ে সমীকরণটা এখন স্পষ্ট; স্কটল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন, গ্রুপ রানার্স-আপ বাংলাদেশ।

দুর্দান্ত সাকিবে পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় এসেছে ৮৪ রানে

টসে জিতে ব্যাটিংয়ে ওমান; শুরুতেই দুই উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে স্বাগতিকরা। সেখান থেকে মোহাম্মদ নাদিমকে নিয়ে আকিব ইলিয়াসের ঘুরে দাঁড়ানোর চেষ্টা; দুজনের তৃতীয় উইকেট জুটিতে এসেছে ৩৮ রান। ব্যক্তিগত ৩৭ রানে প্যাভিলিয়নে ইলিয়াস, নাদিম ফিরেছেন ২৫ রানেই। এরপর ওমান নির্ধারিত ২০ ওভারে যেই ১২২ রান তুলতে পেরেছে সেটা অধিনায়ক জিসান মাকসুদের ৩৪ রানের ইনিংসে ভর করেই। স্কটিশদের হয়ে জশ ডেভি নিয়েছেন ৩টি উইকেট।

স্বাগতিক ওমানকে শেষ ম্যাচে ৮ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ড

১২৩ রানের লক্ষ্যে ব্যাট করেতে নেমে মাত্র দুই উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে গিয়েছে স্কটল্যান্ড। অধিনায়ক কাইল কোয়েতজারের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৪১ রান। রিচি বেরিংটন অপরাজিত ছিলেন ৩১ রানে; ছক্কা হাঁকিয়ে করেছেন ইনিংসের সমাপ্তি।  টানা তিন ম্যাচে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন স্কটিশরা। পরের রাউন্ডে তাদের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং গ্রুপ ‘এ’ থেকে রানার্স-আপ হয়ে আসা দল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img