বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আফগানিস্তানের বিপক্ষে লঙ্কানদের সবশেষ ম্যাচে আম্পায়ারের সাথে বাজে আচরণ করে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তারপরও তার অধীনেই ভরসা রেখেছে শ্রীলঙ্কা।
প্রথম দুই টি-টোয়েন্টিতে হাসারাঙ্গার বদলে লঙ্কানদের নেতৃত্ব দেবেন চারিথ আসালাঙ্কা। তবে তৃতীয় টি-টোয়েন্টিতে ফিরে আবারও দলকে নেতৃত্ব দেবেন হাসারাঙ্গা। এছাড়াও ইনজুরির কারণে দলে নেই পাথুম নিশাঙ্কা।
আগামী ৪ মার্চ প্রথম টি-টোয়েন্টির মধ্য দিয়ে শুরু হবে তিন ম্যাচের সিরিজ। এরপর ৬ ও ৯ মার্চ দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে টাইগারদের মুখোমুখি হবে লঙ্কানরা। তিনটি ম্যাচই হবে সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড:
ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালঙ্কা (সহ-অধিনায়ক), কুশল মেন্ডিস, অভিষ্কা ফার্নান্দো, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, মাহিশ থিকশানা, আকিলা ধনঞ্জয়া, জেফরি ভ্যান্ডারসে, মাথিশা পাথিরানা, দিলশান মাদুশঙ্কা, নুয়ান থুসারা ও বিনুরা ফার্নান্দো।