বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের মাধ্যমে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন কিউই ব্যাটার রস টেলর। সাবেক স্পিনার ড্যানিয়েল ভেট্টোরির সমান সংখ্যক টেস্ট খেলে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ টেস্ট খেলার রেকর্ড এখন তাঁর দখলে। কিউইদের হয়ে এখন পর্যন্ত ১১২টি টেস্ট খেলেছেন তিনি।
রবিবার বাংলাদেশের বিপক্ষে নিজের শেষ টেস্ট খেলতে মাঠে নামেন রস টেলর। ২০০৭ সালে নিউজিল্যান্ডের হয়ে সাদা জার্সিতে অভিষেকের পর লাল বলের ক্রিকেটে কেটে গেছে দীর্ঘ পনেরো বছর। ডিসেম্বরের ৩০ তারিখ বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের মধ্য গিয়ে টেস্ট ক্যারিয়ারকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছিলেন রস টেলর।
এখন পর্যন্ত, ১১২টি টেস্ট খেলে ৪৪.৭৬ গড়ে ১৯টি শতকসহ ৭৬৫৫ রান করেছেন তিনি। এমনকি বল হাতে ২টি উইকেটও শিকার করেছেন তিনি।