১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের দলে নেই জিকো-ফাহিম, ফিরেছেন তারিক-মোরসালিন

- Advertisement -

বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে ম্যাচের জন্য ২৬ জনের দলে বড় চমক, গোলকিপার আনিসুর রহমান জিকোর না থাকা। ফয়সাল আহমেদ ফাহিম ছিটকে গেছেন চোটের কারণে। তবে ভালো খবর, চোট কাটিয়ে ফিরেছেন তারিক কাজী ও শেখ মোরসালিন। হাভিয়ের কাবরেরার দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন মোহামেডানের গোলরক্ষক সুজন হোসেন।

ক্লাব ফুটবলে আরও মাস খানেক আগেই ফিরেছেন মোরসালিন। তবে এখনো হয়নি জাতীয় দলে প্রত্যাবর্তন। ফাহিম, তারিকের ফেরাও বাংলাদেশকে স্বস্তি দেবে। তবে অস্ট্রেলিয়া ম্যাচে অবশ্য কার্ড নিষেধাজ্ঞায় খেলতে পারবেন না মজিবুর রহমান জনি এবং বিশ্বনাথ ঘোষ।

২৬ সদস্যের বাংলাদেশ দল: মিতুল মার্মা, মেহেদী হাসান শ্রাবণ, সুজন হোসেন, বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, মেহেদী হাসান, তারিক কাজী, রহমত মিয়া, ইসা ফয়সাল, শাকিল হোসেন, সাদ উদ্দিন, তপু বর্মণ, সুশান্ত ত্রিপুরা, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা জুনিয়র, মুজিবুর রহমান জনি, চন্দন রায়, জামাল ভুইঁয়া, সৈয়দ শাহ কাজিম কিরমানি, শেখ মোরসালিন, রাকিব হোসেন, মোহাম্মদ আবদুল্লাহ, শাহরিয়ার ইমন, মোহাম্মদ রফিকুল ইসলাম, রাব্বি হোসেন

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img