২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা

- Advertisement -

তৃতীয় টি-টোয়েন্টি তে নিউজিল্যান্ডের দেওয়া ১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়েছে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৩ ওভারের মধ্যেই ২৩ রান আসলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৮।

১২৯ রানের লক্ষ্যে শুরুটা খারাপ করেননি দুই ওপেনার লিটন দাশ এবং নাইম শেখ। প্রথম ওভারের প্রথম চারবল ডট দিলেও শেষ দুই বলে কিউই পেসার জ্যাকব ডাফিকে টানা দুটি বাউন্ডারি হাঁকান নাইম। পরের ওভারে লিটন দাস নেন আরো ৭ রান। ৩য় ওভারের প্রথম দুইবলে কোল ম্যাককোনকিকে স্লগ সুইপে আরো দুটি বাউন্ডারি হাঁকান লিটন। তবে অতিরিক্ত মারমুখি প্রবণতাই কাল হয় ডানহাতি এই ওপেনারের জন্য। ম্যাককোনকিকে আরেকটি স্লগ সুইপ করতে গিয়েই এলবিডব্লিউর ফাঁদে পড়েন লিটন, প্যাভিলিয়নে ফেরার আগে করেন ১১ বলে ১৫ রান।

তিন নম্বরে একটা বাজি খেলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, তবে তা ধোপে টেকেনি। সাকিবের জায়গায় নামান শেখ মাহেদি হাসানকে, নিজের মুখোমুখি হওয়া চতুর্থ বলেই আলগা শট খেলে শর্ট মিডউইকেটে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। নামের পাশে তখন ১ রান। নেমেই প্রথম বলে ডাউন দ্য উইকেটে সাকিব আল হাসান, তবে ব্যাটে-বলে হয়নি সেইবল। পরের বলে আবার দাউন দ্যা উইকেটে। এবার বল ঠিকই ব্যাটে লেগেছে, তবে সেটাই কাল হয়েছে।  লং অন দিয়ে উড়িয়ে মারতে গিয়ে শূন্য রানে আউট সাকিব।

এরপর নাইম শেখ আর মুশফিকুর রহিম ইনিংস মেরামত করায় মন দেন। তবে সপ্তম ওভারে রচিন রবীন্দ্রর বল ব্যাটের কানায় লেগে বোল্ড হয়ে যান নাইমও। ১৯ বলে ১৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। দশম ওভারে পরপর দুই বলে ফিরে গেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবং আফিফ হোসেন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img