২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের নিয়ম আইপিএলেও!

- Advertisement -

সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে শুরু হচ্ছে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের দ্বিতীয় পর্ব। ভারতে শুরু হওয়া আইপিএলের শেষটা হবে আরব আমিরাতে। আর এই পর্বে খেলায় নতুন নিয়ম চালু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলের দ্বিতীয় পর্বে্র ম্যাচগুলোয় বল গ্যালারিতে বদলানো হবে সেই বল।

ছবিঃ ইন্টারনেট
ছবিঃ ইন্টারনেট

‘বল গ্যালারিতে গেলে সেই বল দিয়ে ওই ম্যাচে আর খেলা হবেনা,’ বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজে এই নিয়ম নিয়ে হাসি ঠাট্টা কম হয়নি। তবে এবার আইপিএলেও পালন করা হবে একই নিয়ম। বল গ্যালারিতে গেলে সেই বল আর ম্যাচে ফেরত আসবেনা, বরং জমা হবে বল লাইব্রেরিতে যেনো পরের ম্যাচে স্যানিটাইজ করে খেলানো যায় সেই বল দিয়ে।

 

অবশ্য, কতৃপক্ষের এই সিদ্ধান্তের পেছনে যথাপোযক্ত কারনও আছে। আইপিএলের দ্বিতীয় পর্বের ম্যাচে মাঠে উপস্থিত থাকতে পারবেন দর্ধকেরা। তাই বাড়তি সতর্কতার অংশ হিসেবেই গ্যালারিতে দর্শকদের সংস্পর্শে যাওয়া বল আর মাঠে ফেরাতে চায়না কতৃপক্ষ।

 

এদিকে বারবার বল পরিবর্তন করায় লাভ হবে ব্যাটসম্যানদের, পরিবর্তিত শক্ত বল ব্যাটে আসবে সহজেই। তাই এই পর্বে দেখা যেতে পারে আরও বেশি হাইস্কোরিং ম্যাচ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img