১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

বাংলাদেশ থেকে সরে গেল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

- Advertisement -

গুঞ্জন উঠেছিল বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হতে পারে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। অবশেষে সেটাই সত্যি হলো। বাংলাদেশ থেকে সরিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে সংযুক্ত আরব আমিরাতে। এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

বিশ্বকাপ আরব আমিরাতে হলেও আনুষ্ঠানিক আয়োজক থাকবে বাংলাদেশই। দুবাই ও শারজাতে হবে ম্যাচগুলো। তবে সূচিতে আসেনি কোনো পরিবর্তন। আগের সূচি অনুযায়ী ৩ থেকে ২০ অক্টোবর চলবে নারীদের বিশ্বকাপ।

গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকেই বাংলাদেশে উদ্ভুত পরিস্থিতি বিরাজ করছে। যার কারণে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশ বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে। ফলে বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস।

এই বিষয়ে তিনি বলেন, “বিসিবিতে কাজ করা সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশে এ ইভেন্ট আয়োজনের সব চেষ্টা করার জন্য। তবে অংশগ্রহণকারী কয়েকটি দেশের সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে এটি কার্যকর করা হয়ে ওঠেনি। তবে আয়োজক স্বত্ত্ব তাদের কাছেই থাকবে। আমরা নিকট ভবিষ্যতে বাংলাদেশে আইসিসির বৈশ্বিক একটি ইভেন্ট আয়োজনে মুখিয়ে আছি।”

এর আগে বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা নাকচ করে দেয় ভারত। অস্ট্রেলিয়াও যে এ টুর্নামেন্ট আয়োজনে আগ্রহী নয়, জানা যায় সেটিও। অবশ্য শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে আগ্রহী হলেও শেষ পর্যন্ত বেছে নেওয়া হলো আরব আমিরাতকে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img