বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বুধবার দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। সিকান্দার রাজাকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল দেয়া হয়েছে। দলে নতুন মুখ জোনাথন ক্যাম্পবেল। এছাড়াও ডাক পেয়েছেন তাদিওয়ানাশে মারুমনি এবং ফারাজ আকরাম।নির্বাচিত বাকি সদস্যরা গেল জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাওয়ে সিরিজে দলের অংশ ছিলেন।
শক্তিশালী এই দলে আছেন অভিজ্ঞ ক্রেইগ আরভিন এবং শেন উইলিয়ামস, পেসার রিচার্ড এনগারাভা এবং ব্লেসিং মুজারাবানি। সেইসাথে আছেন তরুণ ক্লাইভ মাদান্দে এবং ব্রায়ান বেনেট। মাদান্দে, বেনেট এবং ক্যাম্পবেল জিম্বাবুয়ের ইমার্জিং দলের হয়ে মার্চ মাসে ঘানায় অনুষ্ঠিত ১৩তম আফ্রিকান গেমসে স্বর্ণপদক জিতেছিলেন।
বর্তমানে জিম্বাবুয়ের কোনো স্থায়ী কোচ না থাকায় বাংলাদেশের বিপক্ষে দলটির দায়িত্বে থাকবেন স্টুয়ার্ট মাতসিকেনেরি। আগামী ৩, ৫ এবং ৭ মে চট্টগ্রামে প্রথম তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। ১০ এবং ১২ মে সিরিজের শেষ দুই ম্যাচ ঢাকায় অনুষ্ঠিত হবে।
জিম্বাবুয়ে দল- সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, জনাথন ক্যাম্পবেল, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জংওয়ে, ক্লাইভ মাদান্দে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, আইনস্লে এন্ডলোভু, রিচার্ড এনগারাভা ও শেন উইলিয়ামস।