৩১ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার

বাংলাদেশ সিরিজে তিন রেকর্ডের সামনে কোহলি

- Advertisement -

টেস্ট থেকে লম্বা ছুটি শেষ। গেল জানুয়ারির পর আবারও বিরাট কোহলি ফিরছেন লাল বলের ক্রিকেটে, বাংলাদেশের বিপক্ষে।পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে ভারতেও ভালো খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দীর্ঘ বিরতির পর নিজেকে এই ফরম্যাটে মানিয়ে নেয়া তো বটেই, টাইগারদের বিপক্ষে ভালো করতেও কোহলির কাঁধে বিশাল দায়িত্ব।

দলের হয়ে ভালো খেলার পাশাপাশি বাংলাদেশ সিরিজে সাবেক এই অধিনায়কের সামনে থাকছে তিন-তিনটা রেকর্ড গড়ার সুযোগও।

টেস্ট সেঞ্চুরিতে ডন ব্র্যাডম্যানকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ: 

বিরাট কোহলির নামের পাশে টেস্টে আছে স্যার ডন ব্র্যাডম্যানের সমান ২৯টি সেঞ্চুরি। বাংলাদেশ সিরিজে আর ১টি সেঞ্চুরি করতে পারলেই ছাড়িয়ে যাবেন ব্র্যাডম্যানকে। ভাগ বসাবেন শিবনারায়ন চন্দরপল আর ম্যাথু হেইডেনের রেকর্ডে। যদিও টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড শচীন টেন্ডুলকারের ৫১টি।

টেস্টে ৯০০০ রান পূরণ: 

টেস্টে নয় হাজার রান পূরণ করতে ভারতীয় এই ব্যাটারের প্রয়োজন ১৫২ রান। বাংলাদেশ সিরিজেই এই রান করতে পারলে কোহলি ভাঙবেন গ্রাহাম গুচের ৮৯০০ রানের রেকর্ড।

চেতেশ্বর পূজারাকে পেছনে ফেলার সুযোগ: 

বাংলাদেশের বিপক্ষে টেস্টে চেতেশ্বর পূজারার আছে ৪৬৮ রান। পূজারার রেকর্ড ভাঙতে কোহলির প্রয়োজন আর ৩২ রান।

বাংলাদেশের বিপক্ষে বিরাট কোহলি এখন পর্যন্ত ৬টি টেস্ট খেলেছেন। ৯ ইনিংস ব্যাট করে ৫৪.৬২ গড়ে ২ সেঞ্চুরিসহ করেছেন ৪৩৭ রান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img