বাংলাদেশ পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে জায়গা পেয়েছেন প্রথম টেস্টের আগে বাদ পড়া তিন ক্রিকেটার আমির জামাল, আবরার আহমেদ ও কামরান গুলাম।
বুধবার পিসিবির প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দলে ফিরছেন আবরার আহমেদ এবং কামরান গুলাম।”
প্রথম টেস্টে বিশেষজ্ঞ কোন স্পিনার ছাড়াই মাঠে নামায় বেশ সমালোচনা হয়েছিল পাকিস্তানের। যদিও সমালোচনার যৌক্তিক কারণও ছিল বটে। ম্যাচের দ্বিতীয় ইনিংসে স্পিনারদের অবদান ছিল চোখে পড়ার মতো। তাই দ্বিতীয় টেস্টের আগে সেই ভুল শুধরে নিচ্ছে শান মাসুদরা।
এদিকে চোটের কারণে দল থেকে ছাড় পাওয়া আমির জামালের দলে ফেরা প্রসঙ্গে পিসিবি বলছে, “আমির জামালকে আবারও দলে ডাকা হয়েছে। তবে দ্বিতীয় টেস্টে আমির খেলবে কি না তা সম্পূর্ণ নির্ভর করবে তার ফিটনেসের উপর।”
প্রথমবারের মতো বাবা হওয়ায় প্রথম টেস্টের পর দল থেকে ছুটি নিয়ে পরিবারের কাছে গিয়েছিলেন পেসার শাহীন শাহ আফ্রিদি। দ্বিতীয় ম্যাচের আগে তিনি আবারও দলে যোগ দিয়েছেন বলে জানিয়েছে পিসিবি।
আগামী ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচটি। প্রথম ম্যাচে ১০ উইকেটের জয় নিয়ে ১-০ তে এগিয়ে আছে নাজমুল হোসেন শান্ত দল।
দ্বিতীয় টেস্টে পাকিস্তানের স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আমির জামাল, আবরার আহমেদ, আব্দুল্লাহ শফিক, বাবর আজম, কামরান গোলাম, খুররম শাহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আঘা, সরফরাজ আহমেদ ও শাহীন শাহ আফ্রিদি।