৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

বাবরকে উদ্দেশ্য করে যে বার্তা দিলেন বর্তমান ও সাবেক ক্রিকেটাররা

- Advertisement -

বুধবার পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাবর আজম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন তিনি। বাবর অধিনায়কত্ব ছাড়ায় তাকে উদ্দেশ্য করে বিভিন্ন স্ট্যাটাস দিয়েছেন বর্তমান ও সাবেক ক্রিকেটাররা।

পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এক্সে (টুইটার) লিখেছেন, “অধিনায়ক, তুমি মন থেকেই অধিনায়ক। অবশ্যই তুমি পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান। তোমার সততা, নিষ্ঠা, ভালোবাসা, চিন্তা ও অধিনায়ক হিসেবে পাকিস্তানের জন্য প্রচেষ্টা প্রশংসনীয়”

শাহিন শাহ আফ্রিদি বলছেন, “আপনার অসাধারণ নেতৃত্বের অধীন, সত্যিকারের টিমওয়ার্ক এবং বন্ধুত্বের সাক্ষী হওয়া একটি বিশেষ সৌভাগ্যের বিষয়। আপনার অগ্রণী নেতৃত্ব, দলগত ঐক্য ও সাফল্যের প্রতিশ্রুতি প্রশংসনীয়। ব্যাট হাতে নতুন রেকর্ড ভাঙা দেখতে মুখিয়ে আছি”

পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম

শাদাব খান এক্সে লিখেছেন, “ক্যারিয়ারের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা। আমি নিশ্চিত তুমি এভাবে আলো ছড়াতে থাকবে”

পাকিস্তানের সাবেক অধিনায়ক আজহার আলী আবারও বাবরকে অধিনায়ক হিসেবে দেখছেন। তিনি লিখেছেন, “অধিনায়ক হিসেবে তোমার লড়াইয়ের জন্য ধন্যবাদ। আমি নিশ্চিত, তুমি শেষবারের মতো পাকিস্তানকে নেতৃত্ব দাওনি। সবকিছুই ভালোর জন্য ও শেখার জন্য ঘটে। এখন শুধু অনেক রান পাওয়াটাকেই উপভোগ করো। আল্লাহ তোমার মঙ্গল করুন”

সদ্যই পাকিস্তানের ক্রিকেট পরিচালকের দায়িত্ব পাওয়া মোহাম্মদ হাফিজও বাবরকে উদ্দেশ্য করে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, “পাকিস্তানের অধিনায়ক হিসেবে তুমি যা করেছ, সেটার প্রশংসা করতে হয়। দলকে জেতানোর জন্য তোমার যে রান পাওয়ার ক্ষুধা, সময়ের সঙ্গে সঙ্গে নিশ্চয় সেটা বাড়বে”

বাবর সরে দাঁড়ানোর পরপরই টেস্টের অধিনায়ক হিসেবে শান মাসুদ ও টি-টোয়েন্টিতে শাহিন শাহ আফ্রিদির নাম ঘোষণা করেছে পিসিবি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img