২৭ এপ্রিল ২০২৪, শনিবার

বাবর আজম দ্য আর্টিস্ট

- Advertisement -

ব্যাটিং যেন শিল্পীর তুলির আঁচড়। ইচ্ছে মতো এঁকেছেন, নানা রঙে সাজিয়েছেন। সাউথ আফ্রিকান বোলারদের পিটিয়ে রেকর্ড গড়ে সেঞ্চুরিয়ানে প্রথম টি-টোয়েন্টি শতক হাকিয়েছেন। বাবর আজম সবার বাহবা কুড়িয়েছেন।

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে নামার দিনেই ওয়ানডে’র র‍্যাংকিং সেরা ব্যাটসম্যানের সুখবর জেনেছেন। তাতেই হয়তো আরো আত্ববিশ্বাস বেড়েছে,সবুজ গালিচায় হাতে ব্যথা নিয়েও উইকেটের চারপাশে দৃষ্টিনন্দন সব শট খেলেছেন। সোজা ব্যাটে বাবর অনন্য, প্রয়োজন বুঝে ক্রস শটও বাউন্ডারির ওপারে। পাওয়ার হিটিংয়ের চেয়েও মাথা খাটিয়ে দারুন প্লেসমেন্টেই প্রতিপক্ষকে ভড়কে দিয়েছেন। তাইতো, বারেবারে কম বক্সে উচ্চারিত হয়েছে “বাবর দ্য আর্টিস্ট”।আগের টি-টোয়েন্টি’তে পঞ্চাশ বলে ফিফটি করায় সমালোচনা হয়েছে বেশ, বুধবার চেজিংটা মামুলি বানিয়ে প্রমান করলেন দুশো’র উপরে স্ট্রাইক রেটে’ও ব্যাটিং করার সামর্থ্য আছে তার। ৪৯ বলে সেঞ্চুরি, ১৫ চার ৪ ছক্কায় ১২২ রান। এই ফরমেটে পাকিস্তানের দ্রুততম এবং সর্বোচ্চ ইনিংস।

২০ ওভারে ২০৪ রানের টার্গেটে বাবরকে দারুন সঙ্গ দিয়েছেন ওপেনিং পার্টনার রিজওয়ান। ১৯৭ রানের উদ্বোধনী জোট,এই ফরমেটে চেজিংয়ে বিশ্বরেকর্ড। রিজওয়ানের ৪৭ বলে ৭৩ রানের ঝড়ো ইনিংসটা ঢেকে গেছে অধিনায়কের কীর্তিতে । ৯ উইকেট ও ১২ বল হাতে রেখেই ম্যাচ জিতে পাকিস্তান। ৪ ম্যাচ সিরিজে ২-১ এ এগিয়ে গেলো বাবর বাহিনী।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img