২১ ডিসেম্বর ২০২৪, শনিবার

 বাবা ক্রিকেট খেলেছেন ভারতে, ছেলে ডাক পেলেন নিউজিল্যান্ড দলে

- Advertisement -

রাচিন রবীন্দ্র, প্রথমবারের মতো  ডাক পেয়েছেন নিউজিল্যান্ড দলে। পরিকল্পনা অনুযায়ী জুন মাসে ইংল্যান্ড সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার পর ভারতের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ভালো করলে রবীন্দ্র জায়গা করে নিতে পারেন সেখানেও। অথচ রাচিনের বাবা ছিলেন ভারতীয় ক্রিকেটার। সময় হয়তো এভাবেই বদলে যায়।

রাচিনের বাবা রবি কৃষ্ণমূর্তি ক্লাব ক্রিকেট খেলেছেন বেঙ্গালুরুতে, আছে জাভাগাল শ্রীনাথের মতো ক্রিকেটারের সঙ্গে ক্রিকেট খেলার অভিজ্ঞতা। পরে সীমান্তের পর সীমান্ত ঘুরে স্থায়ী হয়েছেন নিউজিল্যান্ডে। রাচিনের জন্মও তাসমান পাড়ের দেশে।

বয়সভিত্তিক দলে খেলেছেন, এ দলেও সুযোগ পেয়েছেন। এ দরজা ও দরজা ঘুরে অবশেষে জাতীয় দলে। মূলত ওপেনার, করতে পারেন বাঁহাতি স্পিনও। নিউজিল্যান্ডের ২০ সদস্যের দলের অন্য দুই নতুন মুখ, জ্যাকব ডাফি এবং ডেভন কনওয়ে।

নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), কাইল জেমিসন, টম ল্যাথাম, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেইলর, নিল ওয়্যাগনার, বিজে ওয়াটলিং, উইল ইয়াং।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img