নির্ধারিত ৯০ মিনিট ‘কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান’ লড়াই শেষে অতিরিক্ত সময়ে খেলা গড়ানোর পর ফেদেরিকো ভালভার্দের জয়সূচক গোলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে রিয়াল উঠে গেছে ফাইনালে।
➡️ ¡A LA FINAL!
🏁 FP: @FCBarcelona_es 2-3 @realmadrid
⚽ L. de Jong 41', Ansu Fati 84'; @vinijr 25', @Benzema 72', @fedeevalverde 98'#Supercopa | #ElClásico | #Emirates pic.twitter.com/jKQBjOTeIv— Real Madrid C.F. (@realmadrid) January 12, 2022
বেশ কয়েকটি একপেশে লড়াইয়ের পর অবশেষে যেন ‘এল ক্লাসিকো’র সেই পুরনো ঝাঁজ মিলল। দুইপক্ষই গোল দিলো, গোল খেলো। টানটান উত্তেজনাটা একেবারে শেষ মুহুর্ত পর্যন্ত টের পাওয়া গেছে। বিশেষ করে জাভির নেতৃত্বে বার্সেলোনা যেন রিয়াল মাদ্রিদের বিপক্ষে নিজেদের প্রমাণ করার মিশনেই নেমেছিলেন। মাংসপেশীতে টান লাগায় এই ম্যাচে রিয়াল নেমেছিলো রক্ষণের সৈনিক ডেভিড আলাবাকে ছাড়াই।
২৫ মিনিটে দুর্দান্ত গোল করে রিয়ালকে এগিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। এটি এই মৌসুমে ব্রাজিলিয়ান তরুণের ১৫তম গোল। প্রথমার্ধ শেষের ঠিক আগে সম্প্রতি দারুণ ফর্মে থাকা লুক ডি ইয়ংয়ের গোলে সমতায় ফেরে বার্সা।
📸 – Ansu Fati celebrating his goal vs Real Madrid. pic.twitter.com/QjJ38IbY8O
— 𝐀𝐅𝐂 𝐀𝐉𝐀𝐗 💎 (@TheEuropeanLad) January 12, 2022
৭২ মিনিটে টের স্টেগানকে ফাঁকি দিয়ে রিয়ালের পক্ষে বল জালে জড়ান করিম বেনজেমা। তিন তিনবারের প্রচেষ্টায়! বেনজেমার একট শট প্রথমে ফেরান স্টেগান, সেই বল কুড়িয়ে আবার শট নেন দানি কারভাহাল, জার্মান গোলরক্ষক সেটিও ঠেকিয়ে দেন। বল ছিটকে আবারো বেনজেমার পায়েই যায়, এবার আর ভুল করেননি ‘বিগ বেনজ’।
3️⃣0️⃣2️⃣#Supercopa | #ElClásico pic.twitter.com/rKo68Cve1W
— Real Madrid C.F. (@realmadrid) January 12, 2022
তবে স্বস্তির নিঃশ্বাস ফেলার সময় তখনও আসেনি লস ব্লাঙ্কোসদের। ডি ইয়ংয়ের বদলী হিসেবে নামা আনসু ফাতির দুর্দান্ত হেডারে ৮৩ মিনিটে আবারো সমতা বিধান করে বার্সা। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৮ মিনিটে একটি কাউন্টার অ্যাটাক থেকে ফেদেরিকো ভালভার্দের গোলে এগিয়ে যায় রিয়াল ৩-২। এরপরও দুই একটি সুযোগ পেয়েছিলো বার্সা তবে রিয়ালের রক্ষণ ছিলো জমাট।
সুপার কাপের ফাইনালে রিয়ালের সম্ভাব্য প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ অথবা অ্যাথলেটিক বিলবাও।