বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে ভিন্ন দুই ম্যাচে চলছে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের দলের খেলা। বুধবার পাশাপাশি মাঠে সাবেক দুই বন্ধুই পেয়েছেন ফিফটির দেখা। তামিম টানা তিন ম্যাচেই ফিফটির দেখা পেলেও সাকিবের এবারই প্রথম। এছাড়াও, ডিপিএলের এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক পারভেজ হোসেন ইমন পেয়েছেন তৃতীয় সেঞ্চুরির দেখা।
৬৭, ৫৪, ৬৫…প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে তামিমের শেষ তিন ইনিংস। বুধবার বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলতে নেমে ৭৫ বলে ফিফটি হাঁকান প্রাইম ব্যাংক দলের অধিনায়ক। মাহমুদউল্লাহ রিয়াদের বলে আউট হওয়ার আগে ৬ চার এবং ১ ছক্কায় ৪৩ বলে করেছেন ৬৫ রান; স্ট্রাইকরেট ৭৮.৩১। তবে তামিম আউট হলেও আরেক ওপেনার ইমন ঠিকই তৃতীয় শতকের দেখা পেয়েছেন। ১১১ বলে ৬ চার এবং ৬ ছক্কায় করেছেন ১১০ রান। খেলেছেন ৯৯.১০ স্ট্রাইকরেটে।
বিকেএসপিতে অনুষ্ঠিত দিনের আরেক ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলতে নেমে ফিফটির দেখা পেয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাকিব আল হাসান, করেছেন ভিন্ন রকমের উদযাপন। ৫৭ মিনিট ক্রিজে টিকে থেকে ৬৫ বলে ৬ চার এবং ২ ছক্কায় করেছেন ৫৩ রান, স্ট্রাইকরেট ৮১.৫৪।