২২ ডিসেম্বর ২০২৪, রবিবার

বিজয়ের রানের ফোয়ারায় ডুবল ‘শাইনপুকুর’

- Advertisement -

৬০, ১২৭, ৫৩, ৩৩, ১৮৪ -ডিপিএলের পাঁচ ম্যাচে এনামুল হক বিজয়ের রান…

এবারের ডিপিএলটা যেন ‘একাদশে বৃহস্পতি’ হয়ে এসেছে টাইগার ওপেনার বিজয়ের জন্য। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে একের পর এক ছুটিয়েই চলেছেন রানের ফোয়ারা। রবিবার শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলেছেন ১৮৪ রানের অনবদ্য এক ইনিংস।

বিকেএসপির ৪ নম্বর মাঠে টসে হেরে ব্যাটিংয়ে নামে বিজয়ের দল প্রাইম ব্যাংক। দলের হয়ে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার বিজয় এবং শাহাদাত দিপু। দিপু ব্যক্তিগত ৪৭ রানে আউট হলেও ৩৯ তম ফিফটির দেখা পান ডানহাতি এই ব্যাটার। এরপর ৭৬ বলেই পেয়েছেন সেঞ্চুরির দেখা। এরপর সেই সেঞ্চুরিকে ১৮৪ রানের ইনিংসে পরিণত করেন এই ব্যাটার, যেটি তাঁর ক্যারিয়ার সেরা ইনিংস। এই রান করতে তিনি খেলছেন ১৪২ বল, হাঁকিয়েছেন ১৮ বাউন্ডারি এবং ৮ ছক্কা। স্ট্রাইক রেটটাও ছিল আকাশচুম্বী-১২৯.৫৮! ২০৪ মিনিট ক্রিজে টিকে থাকার পর এলবিডব্লু হয়ে সাজঘরে ফিরেছেন আসাদুজ্জামান পায়েলের বলে।

এই প্রতিবেদন লেখা অব্দি, ৪২.১ ওভার শেষে প্রাইম ব্যাংকের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৩০৩ রান। মোহাম্মদ মিঠুন ৩৩ রানে এবং নাসির হোসেন ১ রানে অপরাজিত আছেন। শাইনপুকুরের হয়ে ২ উইকেট নিয়েছেন সিকান্দার রাজা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img