২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

বিপিএলের চূড়ান্ত সূচি প্রকাশ

- Advertisement -

বিপিএলের অষ্টম আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২১ জানুয়ারিতে শুরু হওয়া বিপিএল চলবে ১৮ ফেব্রুয়ারি অব্দি।তিন ভেন্যু ঢাকা, চট্টগ্রাম আর সিলেটে অনুষ্ঠিত হবে সর্বমোট ৩৪টি ম্যাচ। এর মধ্যে সেমিফাইনাল-ফাইনালসহ ঢাকায় সবচেয়ে বেশী ২০টি, চট্টগ্রামে ৮টি এবং সিলেটে অনুষ্ঠিত হবে ৬টি ম্যাচ। গ্রুপ পর্বে প্রতিদিন দুইটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর সাড়ে বারোটায় শুরু হবে দিনের প্রথম ম্যাচ, অন্য ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে পাঁচটায়। শুক্রবার ছুটির দিন ম্যাচ শুরু হবে দুপুর দেড়টা এবং সন্ধ্যা সাড়ে ছয়টায়।

দলগুলোর এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যাওয়ার জন্য দুইদিন করে বিরতি থাকবে। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফেব্রুয়ারির ১৪ তারিখ প্রথম কোয়ালিফায়ার এবং ১৬ তারিখ দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে ১৮ তারিখ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়াও, ফেব্রুয়ারির ১৯ তারিখ ফাইনালের জন্য ‘রিসার্ভ ডে’ রাখা হয়েছে।

২১ জানুয়ারি ঢাকায় উদ্বোধনী ম্যাচে দুপুর সাড়ে ১২টায় মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-ফরচুন বরিশাল এবং সন্ধ্যা সাড়ে ৫টায় খুলনা টাইগার্সের মুখোমুখি হবে মিনিস্টার গ্রুপ ঢাকার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img