১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

বিবিএল শেষ না করেই পাকিস্তানে ফিরছেন ফখর-শাদাবরা

- Advertisement -

বিগ ব্যাশ লিগ (বিবিএল) খেলার জন্য বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন পাকিস্তানের তিন ক্রিকেটার ফখর জামান, শাদাব খান এবং হারিস রউফ। এদিকে, জানুয়ারির ২৭ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ফলে পুরো টুর্নামেন্ট শেষ না করেই পিসিবির নির্দেশে পাকিস্তানে ফিরতে হচ্ছে এই তিন ক্রিকেটারকে।

“দুঃখজনকভাবে পিসিবি এটা নিশ্চিত করেছে যে, ফখরসহ বিবিএলে খেলা পাকিস্তানের সব ক্রিকেটারকে নিজ দেশে ফিরে যেতে হবে এবং যত দ্রুত সম্ভব পিএসএলের জন্য প্রস্তুতি নিতে হবে”- এক বিবৃতিতে ‘ব্রিসবেন হিটের’ কর্মকর্তা জানিয়েছেন

উল্লেখ্য, এবারের বিবিএলে পাকিস্তানি বাঁহাতি ওপেনার ফখর জামান ‘ব্রিসবেন হিটের’ হয়ে অংশ নিয়ে মাত্র এক ম্যাচ খেলে ৩ রান করেছেন। আরেক অলরাউন্ডার শাদাব খান ‘সিডনি সিক্সার্সের’ হয়ে চার ম্যাচে ২০ রান এবং ১টি উইকেট পেয়েছেন। অপরদিকে, পেসার হারিস রউফ ‘মেলবোর্ন স্টার্সের’ হয়ে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন। এখন পর্যন্ত পাঁচ ম্যাচে ৯টি উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে তুলেছেন ৯ রান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img