বিশেষ চার্টার্ড বিমানে চেপে ইংল্যান্ড থেকে আবুধাবি এসে পৌঁছেছেন ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ ও সূর্যকুমার যাদব। ম্যানচেস্টারে ইংল্যান্ড বনাম ভারতের পঞ্চম টেস্ট বাতিল হয়ে যাওয়ার পর তাদের ফেরার জন্য এ ব্যবস্থা করেছে তাদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স। এখানে ৬ দিন কোয়ারেন্টাইন শেষে এই ক্রিকেটাররা দলের সাথে যোগ দেবেন ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া আইপিএলের দ্বিতীয় অংশের অনুশীলনে।
? #MumbaiIndians flew in three of its Indian contingent members, captain Rohit Sharma, Jasprit Bumrah, and Suryakumar Yadav, to Abu Dhabi on a private charter flight.
? Read the official statement here ⬇️#OneFamily #IPL2021https://t.co/bC5is84F4S
— Mumbai Indians (@mipaltan) September 11, 2021
মুম্বাই ইন্ডিয়ান্সের অফিশিয়াল ওয়েবসাইট ও টুইটার পেজে শনিবার এক বিবৃতিতে জানানো হয়, সকালেই চার্টার্ড ফ্লাইটে এই ক্রিকেটারগণ ও তাদের পরিবারবর্গ আবুধাবিতে পৌঁছেছেন।
“মুম্বাই ইন্ডিয়ান্স তাদের তিনজন ভারতীয় সদস্য -অধিনায়ক রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ ও সূর্যকুমার যাদবকে একটি ব্যক্তিগত চার্টার্ড ফ্লাইটে আবুধাবিতে উড়িয়ে এনেছে। এই তিনজনের সাথে তাদের পরিবারবর্গও আজ সকালে আবুধাবিতে পৌঁছেছেন এবং আজ থেকে তারা সকলে আইপিএলের বিধি মোতাবেক ৬ দিনের কঠোর কোয়ারেন্টাইনে থাকবেন” – বিবৃতিতে জানানো হয়।
বিবৃতিতে আরো জানানো হয় যে, বিমানে ওঠার আগে ও আবুধাবিতে পৌছাঁনোর পর, মোট দুইদফা সবারই করোনা পরীক্ষা করানো হয়েছে, এবং দুটিতেই সবাই নেগেটিভ এসেছেন।
আইপিএলের আরেক ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুও তাদের ভারতীয় দলে থাকা ক্রিকেটারদের জন্য একই ব্যবস্থা করছে বলে জানা গেছে। তাদের আয়োজিত চার্টার্ড ফ্লাইটে রোববার আরব আমিরাতে পৌঁছাবেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি ও মোহাম্মদ সিরাজ।
এর আগে ১০ সেপ্টেম্বর প্রথমদিন সকালেই বাতিল ঘোষণা করা হয় ইংল্যান্ড ভারতের মধ্যকার পঞ্চম টেস্ট। ভারতীয় দলের কোচিং প্যানেলে একাধিক সদস্য করোনাক্রান্ত হওয়ায় ও আরো কিছু সদস্যদের মাঝে করোনা সংক্রামিত হওয়ার আশঙ্কায় মাঠে নামতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল।
মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের হাই ভোল্টেজ ম্যাচ দিয়েই ১৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে আইপিএলের দ্বিতীয় অংশ। ২০ সেপ্টেম্বর কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।