২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

বিশ্বকাপেও খেলবেন না স্টোকস?

- Advertisement -

জুলাইয়ের ৩০ তারিখ অনেকটা হুট করেই ক্রিকেট থেকে অনির্দিষ্ট কালের বিরতি নেন ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস। বিরতির কারনে ইংল্যান্ড-ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজেও নেই স্টোকসের নাম, খেলবেন না সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া আইপিএলের দ্বিতীয় পর্বেও। টি-টোয়েন্টি বিশ্বকাপে বেন স্টোকস খেলবেন কি না তা নিয়েও তৈরি হয়ছে ধোঁয়াসা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষনার শেষ তারিখ ১০ সেপ্টেম্বর, ডেডলাইন থেকে মাত্র এক সপ্তাহ দূরে এসেও স্টোকসের ক্রিকেটে ফেরার ডেট সম্পর্কে জানা যায়নি কিছুই। তবে, বিশ্বকাপের মাসখানেক আগে আরব আমিরাতে হতে যাওয়া আইপিএলে যে স্টোকস খেলছেন না তা নিশ্চিত। বৃটিশ পত্রিকা ডেইলি মেইল রিপোর্ট করেছে স্টোকসের কাছের মানুষেরাও জানাচ্ছেন ক্রিকেট নিয়ে আপাততো কিছুই ভাবছেন না স্টোকস।

 

স্টোকসের ক্রিকেট থেকে বিরতি নেওয়ার সময়ই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছিল এই অলরাউন্ডারকে পর্যাপ্ত সময়ই দেওয়া হবে, তাই বিশ্বকাপের স্কোয়াডে স্টোকসকে দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীন। ১০ সেপ্টেম্বরের টি-টোয়েন্টি স্কোয়াডে ১৫ জন্য মূল সদস্যের সাথে রাখা যাবে তিনজন রিজার্ভ খেলোয়াড়কে। অক্টোবরের দশ তারিখ পর্যন্ত আনা যাবে স্কোয়াডে পরিবর্তন, তাই ২০১৯ বিশ্বকাপের নায়ক এই অলরাউন্ডারকে বিশ্বকাপে দেখার সম্ভাবনা এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img