বিশ্বকাপে নিজেদের ওয়ার্ম আপ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার ১৫ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস। তবে এমন রান করেও স্বস্তিতে থাকতে পারছেন না টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর অলরাউন্ডার। তার দল যে হেরে গেছে ২০ রানে! মঙ্গলবার ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামেনেদারল্যান্ডসের দেয়া ১৮২ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৮.৫ ওভারে ১৬১ রানেই গুটিয়ে গেছে শ্রীলঙ্কা।
বিশ্বকাপেও একই গ্রুপ ‘ডি’-তে থাকা নেদারল্যান্ডসের বিপক্ষে ১৭ জুন শ্রীলঙ্কাকে আবারো মুখোমুখি হতে হবে। তাই ওয়ার্ম আপ ম্যাচের মতো আরো একবার যেন বিপত্তিতে পড়তে না হয়, তা নিয়ে লঙ্কানদের বাড়তি চিন্তা তো থাকবেই। ডাচদের বিপক্ষে হেরে যতটা না চিন্তায় পরছে লঙ্কানরা, তারচেয়ে কোনো অংশেই কম চিন্তায় থাকবে না বাংলাদেশ দল। একেই তো যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার, এরপর প্রথম ওয়ার্ম আপ ম্যাচটাও বৃষ্টিতে পন্ড। বিশ্বকাপের আগে দল ছন্দহীন থাকলেও আর যাই হোক অন্তত নেপাল আর নেদারল্যান্ডের বিপক্ষের ম্যাচ দুটো কিছুতেই হারতে চাইবে না।
এদিকে প্রস্তুতি ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়ে নেদারল্যান্ডসের যতটুকু আত্মবিশ্বাস বেড়েছে তাতে বাংলাদেশকে বাড়তি সতর্কতায় এবার থাকতেই হচ্ছে। জিম্বাবুয়ে সিরিজের আগে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজেও বলেছিলেন, “টি-টোয়েন্টিতে বড় দল, ছোট দল নেই। আপনি যেটা বললেন, উগান্ডার কাছে জিম্বাবুয়ে হেরে গেছে। আবার জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে কিছু দিন আগে হারিয়েছে। সেভাবে চিন্তা করলে খুব বেশি পার্থক্য আমার কাছে লাগে না।”
নিজেদের প্রথম ওয়ার্ম আপ ম্যাচে শান্তর সেই কথাই যেন সত্যি করে দেখালো ডাচরা। শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশকেই যেন ‘সতর্কবার্তা’ দিয়ে রাখল নেদারল্যান্ডস।