১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

বিশ্বকাপের ভাবনায় আছেন মাহমুদউল্লাহ

- Advertisement -

আয়ারল্যান্ডের সাথে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয়ের পর সংবাদ সম্মেলনে বিশ্বকাপের দল নিয়ে কথা বলেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বিশ্বকাপে ফিনিশারের ভুমিকায় মাহমুদউল্লাহ রিয়াদ থাকবেন কিনা এমন প্রশ্নে তামিমের সোজাসাপ্টা উত্তর।

“আসলে এখন যারা আছে, এই দলটাকে আমি বলতে পারবো না যে এটা বিশ্বকাপের দল। এখনো ১-২ টা পজিশন নিয়ে আমরা ভাবছি যে কে এখানে ভালো হতে পারে। এখানে আফিফ আছে, ইয়াসির আছে, ওর দুর্ভাগ্য যে একটি ম্যাচও খেলতে পারলো না। এখানে রিয়াদ ভাইও আছে। এখান থেকে যে সেরা পছন্দ হতে পারে আমরা তাকেই পছন্দ করবো। এটা যেই হোক না কেনো। এশিয়া কাপ আসলেই বুঝে যাবেন কারা বিশ্বকাপে যাচ্ছে” – গণমাধ্যমকে তামিম ইকবাল

বিশ্বকাপের ভাবনায় তিনজনই আছেন

 

গেল কয়েক সিরিজ ধরেই পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। নির্দিষ্ট এই সময়টায় বেশ কয়েকজন ক্রিকেটারের অভিষেক হয়েছে। বিশ্বকাপের আগে টিম ম্যানেজমেন্ট চাইছে সম্ভাব্য সবাইকেই পরখ করে নিতে। তবে ওয়ানডে ক্যাপ্টেনের ভাবনা, পরীক্ষা-নিরীক্ষা কমানোর সময় এখন হয়েছে।

“আমার মনে হয় পরীক্ষা নিরীক্ষা কমানো দরকার। বেশিরভাগ ম্যাচ যেই ১৫টা ছেলে থাকবে তাদের দিতে হবে। সাথে ১২-১৫ পর্যন্ত যারা আছে তাদেরও ১-২টি ম্যাচ খেলানো গুরুত্বপূর্ণ। সবাই সমান ম্যাচ পাবে না, কেউ ৭-৮টা ম্যাচ পাবে আবার কেউ পাবে ৩ ম্যাচ”- বলেছেন তামিম

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img