২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার

বিশ্বকাপে টাইগারদের সাথে কাজ করবেন শ্রীধরন শ্রীরাম

- Advertisement -

বিশ্বকাপে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে কাজ করবেন ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরাম। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে গত বছর টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ, নিউজিল্যান্ডে ট্রাই নেশন সিরিজ ও বিশ্বকাপে টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে কাজ করেছেন তিনি। এবার ওয়ানডে বিশ্বকাপেও তাঁর উপর ভরসা রাখছে বিসিবি। নিজের দেশে সাকিব আল হাসান-লিটন কুমার দাশদের নিয়ে কাজ করবেন তিনি।

শ্রীরাম ২৯ সেপ্টেম্বর গুয়াহাটিতে টাইগাদের সাথে যোগ দেবেন। সেখানে সাকিব আল হাসানরা ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল।

টাইগারদের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে শ্রীরামের

শ্রীরাম ভারত জাতীয় দলের হয়ে ৮টি ওয়ানডে খেলেছেন। ১৮ বছর প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন তিনি। অস্ট্রেলিয়ার সহকারী কোচের দায়িত্বও পালন করেছেন। দলটির টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবেও কাজ করেছেন তিনি।

এছাড়াও আইপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিকে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস, দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গে কাজ করেছেন। বর্তমানে তিনি আরেক আইপিএল দল লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের কোচ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img