আইপিএলের ফাইনাল শেষে চেন্নাই সুপার কিংসকে চতুর্থ শিরোপা এনে দিয়ে শনিবার নিউজিল্যান্ড দলের সাথে যোগ দিয়েছেন সাবেক কিউই অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। তাকে পেয়ে উচ্ছ্বসিত নিউজিল্যান্ড শিবির; নিজেদের টুইটার অ্যাকাউন্টে নিউজিল্যান্ড ক্রিকেট টুইট করে জানিয়েছে, “আইপিএলের ফাইনাল শেষে চেন্নাইকে শিরোপা এনে দেয়া স্টিফেন ফ্লেমিংকে বিশ্বকাপের কয়েকদিন আগে দলের সাথে পাওয়াটা সৌভাগ্যের ব্যাপার”
Fresh from the @IPL Final – it’s great to have @ChennaiIPL winning coach @SPFleming7 joining us for a few days ahead of the start of the @T20WorldCup #T20WorldCup pic.twitter.com/O0tmGwdaxL
— BLACKCAPS (@BLACKCAPS) October 16, 2021
২৬ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে শারজাহ স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে কেইন উইলিয়ামসনের দল।