৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

বিশ্বকাপে রোহিতের ডেপুটি পান্ডিয়া, দলে রাহুলের বদলে স্যামসন

- Advertisement -

টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষ্যে মঙ্গলবার দল ঘোষণা করল ভারত। রোহিত শর্মাকে অধিনায়ক এবং হার্দিক পান্ডিয়াকে সহ-অধিনায়ক করে ১৫ সদস্যের দল দিয়েছে বিসিসিআই।

দলে উইকেটকিপার ব্যাটার হিসেবে রিশাভ পান্ত এবং সাঞ্জু স্যামসন জায়গা করে নিলেও বাদ পড়েছেন অভিজ্ঞ ক্রিকেটার লোকেশ রাহুল। বিরাট কোহলির দলে অন্তর্ভুক্তি নিয়ে নানা জল্পনা-কল্পনা তাহলেও তাঁকে বাদ দেয়ার স্পর্ধা দেখায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। দলে আছেন যশস্বী জয়সওয়াল, শিভম দুবের মতো ক্রিকেটারও। ট্রাভেলিং রিজার্ভ হিসেবে রাখা হয়েছে ৪ জন ক্রিকেটারকে।

বিশ্বকাপে ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশাভ পান্ত (উইকেটকিপার), সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদ্বীপ সিং, জাসপ্রীত বুমরা, মোহম্মদ সিরাজ।

রিজার্ভ: শুভমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ, আবেশ খান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img