আসন্ন টি-টোয়েন্টি দল নিয়ে প্রত্যাশা অনেক নেই, তবে নিজেদের সর্বোচ্চটুকু দিয়েই নতুন প্রাপ্তির খাতা ভরানোর আশায় বাংলাদেশ। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে পুরো দলের হয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কথা বলে গেলেও দলের বাকিদের আশা-প্রত্যাশা কী, ভক্তদের জানাতেই বৃহস্পতিবার এক ভিডিও প্রকাশ করেছে বিসিবি।
দলের হয়ে ভালো করতে চান, অধিনায়ক হিসেবে দলকে সম্মানের জায়গায় নিয়ে যেতে চান। বিশ্বকাপ লক্ষ্যের কথা শান্ত জানিয়েছিলেন আগেও। জানালেন আরো একবার, “দল হিসেবে অনেক ভালো করতে চাই, অনেক ভালো জায়গায় যেতে চাই।”
শান্তকে অধিনায়ক বানানো নিয়ে অনেক সমালোচনা হলেও মাহমুদউল্লাহ রিয়াদ কথা বলেছেন বর্তমান অধিনায়কের প্রতি অগাধ আস্থা নিয়ে, “ওর যেই নেতৃত্বগুণ আছে, ইনশাআল্লাহ ও বাংলাদেশের জন্য ভালো করবে।” ক্যাপ্টেন্সি না ছাড়লে বিশ্বকাপে শান্তর জায়গায় থাকতেন সাকিব। তবে সাকিবের আশা দেশের জন্য আরো একবার অবদান রাখা,
“একটা জিনিসই চাই যেন বাংলাদেশের হয়ে অবদান রাখতে পারি। এই বিশ্বকাপে বাংলাদেশের হয়ে যেন ভালো কিছু করতে পারি”-জানিয়েছেন সাকিব
সহ-অধিনায়ক তাসকিন আহমেদের মনেপ্রাণে বিশ্বাস, দল দ্বিতীয় রাউন্ডে ঠিকই উঠবে। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি খুব বিশ্বাস করি, আমাদের দল দ্বিতীয় রাউন্ডে যাবে ইনশাআল্লাহ।” আইপিএল মাতিয়ে আসার পর, মুস্তাফিজুর রহমান আবারো লাইমলাইটে। দেশবাসীকে থাকতে বললেন দলের সাথে যেন ভালো খেলা উপহার দিতে পারে টাইগাররা। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের সঙ্গে থাকুন যেন আমরা আরো ভালো খেলা উপহার দিতে পারি; দেশকেও জেতাতে পারি।”
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তাওহীদ হৃদয় জানিয়েছেন, শুধু ভালো খেলা না, বাংলাদেশের সবার আশা তো কাপটাই ঘরে আনার।
“বিশ্বকাপের মতো জায়গায় ভালো করা না, কাপ নিতে চাই। শুধু আমি না, দলের সবাই চাই”-ভিডিওবার্তায় হৃদয়
সৌম্য সরকার বিশ্বাস করেন, চেষ্টার কমতি না থাকলে ভালো পারফর্ম্যান্সও বের করে আনা সম্ভব। তিনি বলেন, “আশা করি, একটা ভালো টুর্নামেন্ট আমরা উপহার দিতে পারব।” প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া জাকের আলী অনিক আশায় আছেন ধাপে ধাপে বাংলাদেশ ভালো পারফর্ম করবে, ম্যাচও জিতবে। এ প্রসঙ্গে এই উইকেটকিপার ব্যাটার বলেন, “আমি চাইব, আমরা প্রতিটা ম্যাচে স্টেপ বাই স্টেপ ভালো পারফর্ম্যান্স করব, জিতব।” ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার খেলতে গিয়েই তানজিম হাসান সাকিবকে দেখতে হয়েছিল ড্রেসিংরুমের অস্বস্তিকর পরিস্থিতি। এবার জানিয়ে গেলেন, “আমাদের বন্ডিংটা খুবই স্ট্রং।”