আইসিসির বড় কোনো টুর্নামেন্ট কিংবা গুরুত্বপূর্ণ সিরিজে ভালো খেললে বিভিন্ন সময় বিসিবির পক্ষ থেকে বাংলাদেশ দলকে অর্থ পুরস্কার দিতে দেখা যায়। এবার বিসিবির পথেই যেন হাঁটলো পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)! ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল অব্দি না যেতে পারলেও ভালো খেলার পুরস্কারস্বরূপ ১৫ লাখ রুপি পেলো মেন ইন গ্রিনরা।
২০২১ সাল পাকিস্তানের ক্রিকেটের জন্য অসাধারণ একটি বছর ছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেলও পুরো টুর্নামেন্টে নজরকাড়া পারফর্ম করে হাজারো ক্রিকেটপ্রেমীদের মন জিতে নিয়েছিল তাঁরা। খেলোয়াড়রা ব্যাটে-বলে দারুণ পারফর্ম করায় বেজায় খুশি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা। ফলস্বরূপ, শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের এক ভবনে ‘পিসিবি অনারস ইট’স হিরোস অ্যান্ড স্টারস’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল পিসিবি। যেখান ক্রিকেটারদের দেয়া হয় নগদ অর্থ পুরস্কার।
Appreciation along with accolades are important to boost player's motivation. Take a look at the highlights from the ceremony where players were presented awards for their top notch performance in 2021 by Chairman PCB. pic.twitter.com/Rz9efRcXnY
— Pakistan Cricket (@TheRealPCB) January 14, 2022
তথ্য অনুসারে, ২০২১ সালে ভালো পারফর্ম করার কারণে পাকিস্তানি খেলোয়াড়দের পাকিস্তানি পনেরো লাখ রুপি নগদ পুরস্কার দেয়া হয়। এছাড়াও, দলের সাপোর্ট স্টাফদের জন্যও রাখা হয় অর্থ পুরস্কার। পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা এ নগদ পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে যোগ দেয়ার আগে রমিজ ন্যাশনাল হাই-পারফরম্যান্স সেন্টারে সব খেলোয়াড়দের সাথে সাক্ষাতও করেছিলেন।