১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

বিশ্বকাপ জয়ী ফুটবলারের চিরবিদায়

- Advertisement -

করোনা ভাইরাস কেড়ে নিল আরো একটি ফুটবল নক্ষত্রকে। ১৯৭৮ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন লিওপোরডো লুক। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন, সেখান থেকে আর সুস্থ হয়ে ফিরতে পারেননি, ৭১ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে।

১৯৭৮ সালে আর্জেন্টিনা প্রথম বিশ্বকাপ জিতে। সেই দলে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন লিওপোরডো। ওই আসরে অবদান রেখেছিলেন চার গোল করে।

ডেনিয়েল বার্তোনি এবং মারিও কেম্পেসের সঙ্গে আক্রমণভাগে দুর্দান্ত বোঝাপড়া ছিল। সেবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হাঙ্গেরির বিপক্ষেই প্রথম গোল করেন লুক। ওই ম্যাচে হাঙ্গেরিকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। এছাড়া পেরুর বিপক্ষে ৬-০ গোলের জয়ে জোড়া গোল করেছিলেন তিনি।

ক্লাব ফুটবলে পুরো ক্যারিয়ারটাই কাটিয়েছেন লাতিন আমেরিকায়। ইউরোপে খেলেননি কখনো। মাউস্টেক স্পোর্টিংয়ের স্ট্রাইকার হিসেবেই পরিচিত ছিলেন তিনি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img