২১ ডিসেম্বর ২০২৪, শনিবার

বিশ্বকাপ ফুটবল বাছাইয়ে ডাচদের জয়, ড্র করেছে রোনালদো-লুকাকুরা

- Advertisement -

কাতারে বিশ্বকাপ উপলক্ষে কাজ করা অভিবাসী শ্রমিকদের মানবাধিকার রক্ষার দাবি, বিশ্বকাপ ফুটবল বাছাইয়ে প্রথম নারী রেফারি স্টেফানি ফ্র্যাপাঁর মাঠ পরিচালনা, দুই ম্যাচে লাল কার্ড, দুই ফেভারিট বেলজিয়াম ও পর্তুগালের ড্র; বিশ্বকাপ বাছাইয়ে রাত পার করেছে ইউরোপিয়ান জোন।

আমস্টারডামের ক্রুইফ অ্যারেনাতে হাজার পাঁচেক দর্শকের উপস্থিতিতে মাঠে নেমেছিল নেদারল্যান্ডস। অনেকদিন পর গ্যালারিতে বসে সমর্থকদের খেলা দেখার সুযোগ, ভক্তদেরও হতাশ করেনি ডাচরা। বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে লাটভিয়াকে হারিয়েছে ২-০ গোলে।

জার্মানদের মতো নেদারল্যান্ডসও কালো টি-শার্ট পরে মাঠে প্রবেশ করে, কাতারে বিশ্বকাপ উপলক্ষে কাজ করা অভিবাসী শ্রমিকদের মানবাধিকার রক্ষার দাবিতে। প্রথম ম্যাচে তুরস্কের কাছে ৪-২ গোলে পরাজয়ের পর, তিন পয়েন্ট নেদারল্যান্ডসের জন্য খুব প্রয়োজনীয় ছিল।  প্রথম গোল ৩২ মিনিটে, স্টিভেন বার্গুইসের বাম পায়ের জোরালো শট থেকে। কমলা জার্সি গায়ে তেইশ ম্যাচ পর প্রথম আন্তর্জাতিক গোলের দেখা পেলেন ডাচ উইঙ্গার। ৬৯ মিনিটে লুক ডি ইয়ং ব্যবধান দ্বিগুণ করেন, তিন পয়েন্ট নিশ্চিত করে নেদারল্যান্ডস।

ডাচরা জিতলেও ড্র করতে বাধ্য হয়েছে দুনিয়ার এক নম্বর ফুটবল দল বেলজিয়াম। ফিফার শীর্ষ দলের বিপক্ষে ঘরের মাঠে ৫০ মিনিটেই লিড নেয় চেক রিপাবলিক। স্কোরার স্লাভিয়া প্রাহার মিডফিল্ডার লুকাস প্রোভোদ, জাতীয় দলের জার্সি গায়ে এটি তাঁর প্রথম গোল। ঠিক দশ মিনিট পরই গোল শোধ দেন বেলজিয়ামের রোমেলু লুকাকু। একানব্বই আন্তর্জাতিক ম্যাচে ইন্টার মিলান স্ট্রাইকারের গোলসংখ্যা এখন ৫৯! গোল ব্যবধানে এগিয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপ ই-এর শীর্ষে চেক রিপাবলিক, সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বেলজিয়াম।

এ-গ্রুপের ম্যাচে সার্বিয়ার সাথে ২-২ গোলের ড্র নিয়ে ফিরেছে রোনালদোরা। শেষ মিনিটে বাতিল হওয়া গোল হতাশ করেছে পর্তুগিজদের। প্রথম ম্যাচের মতোই আশানুরূপ পারফর্ম্যান্স দেখাতে পারেনি  সার্বিয়ার মাঠে, যদিও ম্যাচের ১১ ও ৩৬ মিনিটে জোড়া গোল পেয়ে দলকে লিড এনে দেন লিভারপুলের ফরোয়ার্ড দিয়োগো জোটা। বিরতির পর সার্বিয়ার হয়ে গোল শোধ করেন মিত্রোভিচ ও কস্টিচ।

শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে ক্রিশ্চিয়ানো রোনালদোর কোণাকুণি নিচু শটের গোল, গোললাইন প্রযুক্তি না থাকায় বাতিল ঘোষণা করে রেফারি, ক্ষোভে নিজের আর্মব্যান্ড মাটিতে ছুড়ে মেরে হলুদ কার্ড দেখেন পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা।  ইনজুরি টাইমে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সার্বিয়ার ডিফেন্ডার মিলেনকোভিচ। নাটকীয় ম্যাচ থেকে পয়েন্ট ভাগাভাগি করে গ্রুপ টেবিলের শীর্ষে সার্বিয়া, দুইয়ে পর্তুগাল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img