২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

বিশ্বকাপ বাছাইপর্বের জন্য দল ষোষণা করেছে ব্রাজিল

- Advertisement -

আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ বাছাইপর্বের তিনটি ম্যাচের জন্য ব্রাজিলের কোচ তিতে ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন। দলে ফিরেছেন দানি আলভেস; চোটের কারণে কোপা আমেরিকায় খেলতে পারেননি তিনি। কোপা আমেরিকার ফাইনালের পর আবার মাঠে নামতে যাচ্ছে সেলেসাওরা।

ব্রাজিলের ২৫ সদস্যের দল

বাছাইপর্বে টানা ছয় ম্যাচে ছয়টিতেই জয়ি ব্রাজিলের সামনে এবার কঠিন পরীক্ষা। আট দিনের মধ্যে খেলতে হবে তিনটি ম্যাচ; প্রতিপক্ষ চিলি, আর্জেন্টিনা এবং পেরু। আর্জেন্টিনার সাথে কোপা আমেরিকার ফাইনালে হারের পর প্রতিশোধ নেবার এক দারুণ সুযোগ তিতের দলের সামনে। বিশ্বকাপ বাছাইপর্বে এখনও আর্জেন্টিনার মুখোমুখি হয়নি ব্রাজিল, অপেক্ষার অবসান ঘটতে চলেছে ৫ সেপ্টেম্বর।

বাছাইপর্বে ব্রাজিলকে লড়তে দেখা যাবে আর্জেন্টিনার সাথে

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ২ সেপ্টেম্বর স্বাগতিক চিলির বিপক্ষে খেলবে ব্রাজিল, ৯ সেপ্টেম্বর নিজেদের মাঠে খেলবে পেরুর বিপক্ষে। অন্যদিকে বাছাইপর্বে ব্রাজিল ছাড়াও আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা এবং বলিভিয়া। ৬ ম্যাচে ৩টি জয়, এবং ৩টি ড্রতে ১২ পয়েন্ট নিয়ে ব্রাজিলের পরেই অবস্থান করছে আর্জেন্টিনা। ৬ ম্যাচের ৬টিতেই জিতে সেলেসাওদের সংগ্রহ ১৮ পয়েন্ট।

ব্রাজিল দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জেনিত সেন্ট পিটার্সবার্গের ক্লদিনিও, বেনফিকার লুকাস ভেরিসিমো ও লিডস ইউনাইটেডের রাফিনিয়া। বাদ পরেছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। আরও ডাক পাননি তিন ডিফেন্ডার-এমেরসন, ফেলিপে ও রেনান লোদি। সদ্য অলিম্পিকে চ্যাম্পিয়ন হওয়া দলের ছয়জন আছেন তিতের ঘোষণা করা ২৫ সদস্যের দলে।

 

ব্রাজিল দল:

গোলকিপার: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যান সিটি), ওয়েভারটন (পালমেইরাস)।

ডিফেন্ডার: দানি আলভেস (সাও পাওলো), দানিলো (জুভেন্টাস), আলেক্স সান্দ্রো (জুভেন্টাস), গিলের্মে আরানা (আতলেতিকো মিনেইরো), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), লুকাস ভেরিসিমো (বেনফিকা), মারকিনিওস (পিএসজি), থিয়াগো সিলভা (চেলসি)।

মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনিও (লিভারপুল), ফ্রেড (ম্যান ইউনাইটেড), ব্রুনো গিমারেস (লিওঁ), লুকাস পাকেতা (লিওঁ), ক্লদিনিও (জেনিত সেন্ট পিটার্সবার্গ)।

ফরোয়ার্ড: এভারটন রিবেইরো (ফ্লামেঙ্গো), নেইমার (পিএসজি), রিচার্লিসন (এভারটন), রাফিনিয়া (লিডস), মাতেউস কুনিয়া (হার্থা বার্লিন), রবার্তো ফিরমিনো (লিভারপুল), গাব্রিয়েল বারবোসা (ফ্লামেঙ্গো), গাব্রিয়েল জেসুস (ম্যান সিটি)।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img