রবিবার থেকে সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে ভার্শন টুর্নামেন্ট। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ‘ইনডিপেনডেন্স কাপ’
লঙ্গার ভার্শন খেলা চারটি দল- বিসিবি সাউথ জোন, বিসিবি নর্থ জোন, ওয়ালটন সেন্ট্রাল জোন ও ইসলামী ব্যাঙ্ক ইস্ট জোনই এই প্রতিযোগিতায় অংশ নেবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠ ও একাডেমি মাঠে সবগুলি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর উদ্দেশ্যে ঘরোয়া ক্রিকেটাররা ইতোমধ্যে পৌঁছে গেছেন সিলেটে। শুরু হয়ে গেছে অনুশীলনও।
ঘরোয়া ক্রিকেটারদের সাথে টুর্নামেন্টে খেলবেন জাতীয় দলের নামী-দামী অনেক মুখও। ওয়ালটন সেন্ট্রাল জোনে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়াও আছেন সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুন। তামিম ইকবাল, আফিফ হোসেন রয়েছেন ইসলামী ব্যাঙ্ক ইস্ট জোনে। বিসিবি নর্থ জোনে খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ। মাহেদি হাসান ও মুস্তাফিজুর রহমান সাউথ জোনে।
৯ জানুয়ারী প্রথম রাউন্ডের দুই ম্যাচে মুখোমুখি হবে নর্থ জোন-সাউথ জোন ও সেন্ট্রাল জোন-ইস্ট জোন। ১৫ জানুয়ারী ফাইনাল।
সময়সূচী-
রাউন্ড | তারিখ | ম্যাচ | ভেন্যু |
১ম রাউন্ড | ৯ জানুয়ারি | বিসিবি সাউথ জোন বনাম বিসিবি নর্থ জোন | সিলেট স্টেডিয়াম একাডেমি মাঠ |
১ম রাউন্ড | ৯ জানুয়ারি | ওয়ালটন সেন্ট্রাল জোন বনাম ইসলামী ব্যাঙ্ক ইস্ট জোন | সিলেট স্টেডিয়াম মূল মাঠ |
২য় রাউন্ড | ১১ জানুয়ারি | বিসিবি সাউথ জোন বনাম ইসলামী ব্যাঙ্ক ইস্ট জোন | সিলেট স্টেডিয়াম মূল মাঠ |
২য় রাউন্ড | ১১ জানুয়ারি | ওয়ালটন সেন্ট্রাল জোন বনাম বিসিবি নর্থ জোন | সিলেট স্টেডিয়াম একাডেমি মাঠ |
৩য় রাউন্ড | ১৩ জানুয়ারি | বিসিবি সাউথ জোন বনাম ওয়ালটন সেন্ট্রাল জোন | সিলেট স্টেডিয়াম মূল মাঠ |
৩য় রাউন্ড | ১৩ জানুয়ারি | ইসলামী ব্যাঙ্ক ইস্ট জোন বনাম বিসিবি নর্থ জোন | সিলেট স্টেডিয়াম একাডেমি মাঠ |
৪র্থ রাউন্ড | ১৫ জানুয়ারি | ফাইনাল | সিলেট স্টেডিয়াম মূল মাঠ |