১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

বিসিবি থেকে পদত্যাগ করলেন জালাল ইউনুস

- Advertisement -

বর্তমানে দেশের প্রতিটা সেক্টরেই বইছে পরিবর্তনের হাওয়া। বাকি নেই ক্রীড়াঙ্গনও, তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার প্রথম ব্যক্তি হিসেবে পদত্যাগ করলেন জালাল ইউনুস। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) তার পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশের প্রথম সারির একটি গণমাধ্যম।

এর আগে ২০২১ সালে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যানের পদ থেকে আকরাম খান পদত্যাগ করলে দায়িত্ব গ্রহণ করেন জালাল ইউনুস। এরপর চার বছর ধরে সেই দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। তার আগে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবেও দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন জালাল ইউনুস।

এনএসসি প্রতিনিধি হিসেবে বিসিবির পরিচালক হয়েছিলেন জালাল ইউসুস ও আহমেদ সাজ্জাদুল আলম। জানা গেছে, সাজ্জাদুলকেও এনএসসি থেকে পদত্যাগ করতে বলা হয়েছে।

গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে, বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন নাজমুল হাসান পাপন। তার পরিবর্তে কে হবেন পরবর্তী বিসিবি সভাপতি সেটা নিয়ে দেশের ক্রীড়াঙ্গনে চলছে আলোচনা। তবে গুঞ্জন উঠেছে, বিসিবির পরবর্তী সভাপতি হতে যাচ্ছেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img