১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

বিসিবি সভাপতির পদ ছাড়ছেন পাপন!

- Advertisement -

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভাপতির পদ থেকে পদত্যাগ করতে প্রস্তুত আছেন নাজমুল হাসান পাপন। বিসিবির এক পরিচালককে দেশের বাইরে থেকে ফোনে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। টানা তৃতীয়বারের মতো বিসিবি সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন পাপন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে চাপের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তার পর থেকেই বিসিবির কার্যক্রমে অনুপস্থিত পাপন। জানা গেছে, পরিবারসহ লন্ডনে অবস্থান করছেন তিনি।

বিসিবির একজন পরিচালক জানিয়েছেন, বিসিবির সভাপতি পদ থেকে অব্যাহতি নিতে রাজি আছেন পাপন। এ প্রসঙ্গে বোর্ডের প্রভাবশালী পরিচালকদের সঙ্গে আলোচনাও করছেন তিনি।

গঠনতন্ত্র অনুযায়ী পদত্যাগের বিষয়টি পাপনকে লিখিত আকারে বোর্ডকে জানাতে হবে। যেটি পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন করতে হবে। গঠনতন্ত্র অনুযায়ী সভা ডাকতে হবে সভাপতিকেই, যা তিনি দেশের বাইরে থেকেও করতে পারবেন। প্রধান নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সভা ডেকে উপস্থিত যে কোনো একজন পরিচালক সভাপতিত্ব করতে পারবেন। পাপন পদত্যাগপত্র পাঠালে এই সভা ডাকা হবে।

এছাড়াও বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী, প্রতি দুই মাসে একটি করে পরিচালক সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরপর তিন সভায় কেউ অনুপস্থিত থাকলে তার পরিচালক পদ বাতিল বলে গণ্য করা হয়। তাই নিজে থেকে পদ ত্যাগ না করে যদি কার্যক্রমে অনুপস্থিত থাকেন পাপন, তাহলে অন্তত ৬ মাসের জন্য বাংলাদেশ ক্রিকেটের পরিচালক ও সভাপতি পদে বহাল থাকবেন পাপন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img