৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

বুন্দেসলিগায় টানা নবম শিরোপা জয় বায়ার্ন মিউনিখের

- Advertisement -

বুন্দেসলিগার শিরোপা যেনো নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছে বায়ার্ন মিউনিখ, তা না হলে টানা নয়বার শিরোপা জয়ের স্বাদ পাওয়াটা সহজ কথা না। শনিবার বুন্দেসলিগার প্রথম ম্যাচে লাইপজিগ হেরে যাওয়াতে শিরোপা নিশ্চিত হয়ে গিয়েছিল বায়ার্ন মিউনিখের, তাই ফুরফুরে মেজাজে মাঠে নেমে বরুশিয়া মনশেনগ্লাডবাখকে গোল বন্যায় ভাসিয়ে শিরোপা হাতে তুলে রেকর্ড গড়লো চ্যাম্পিয়নরা। টানা নবম আর সব মিলিয়ে রেকর্ড ৩১ বার জার্মানির শীর্ষ লিগে চ্যাম্পিয়ন হলো মিউনিখের দলটি।

আলিয়াঞ্জ অ্যারেনায় লেভানদোভস্কির হ্যাটট্রিকে ৬-০ গোলের জয় পেয়েছে বায়ার্ন। এবারের লিগে লেভানদোভস্কির গোল সংখ্যা ৩৯, বাকি দুই ম্যাচে আর এক গোল করলে গতবারের বর্ষসেরা ফুটবলার স্পর্শ করবেন বুন্দেসলিগায় জার্ড মুলারের এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড। ১৯৭১-৭২ মৌসুমে ৪০ গোল করেছিলেন জার্মান কিংবদন্তি। বায়ার্নের হয়ে বাকি দিন গোল করেন  টমাস মুলার, কিংসলে কুমান ও লেরয় সানে।

ঘরের মাঠে শুরু থেকেই বায়ার্নের গোল উৎসব চলে, ২ মিনিটে প্রথম গোলটি আসে লেভানদোভস্কির পা থেকে। ২৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুলার। প্রথমার্ধের বিরতির আগেই চার গোল পায় স্বাগতিকরা। বিরতির থেকে ফিরে হ্যাটট্রিক পূর্ণ করেন লেভানদোভস্কি। ৬-০ গোলের জয়ের সাথে শিরোপা নিশ্চিত করেই মাঠ ছাড়েন হান্স ফ্লিকের দল।

এ জয়ে ৩২ ম্যাচে ২৩ জয় ও ৫ ড্রয়ে ৭৪ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করে ফেলল বায়ার্ন। দুইয়ে থাকা লাইপজিগের পয়েন্ট ৬৪।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img