২২ ডিসেম্বর ২০২৪, রবিবার

বুমরাহ নেই, শামি ফিরছেন?

- Advertisement -

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বৃষ্টির কারণে বোলিং করতে পারেনি ভারত। সুপার ফোরে উঠার লড়াইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার নেপালের মুখোমুখি হবে রোহিত শর্মার দল। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলতে পারবেন না ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। পুত্রসন্তানের বাবা হওয়ায় রবিবার দেশে ফিরে গেছেন এই পেসার। প্রশ্ন হলো, নেপালের বিপক্ষে বুমরাহর অনুপস্থিতিতে খেলবেন কে?

ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অনুমতি নিয়েই দেশে ফিরেছেন বুমরাহ। সুপার ফোরের ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন এই পেসার। টুর্নামেন্টে বুমরাহর অনুপস্থিতিতে মোহাম্মদ শামিকে রাখা হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

ভারতের অপর দুই সংবাদমাধ্যম এনডিটিভি এবং ইন্ডিয়া টুডে জানিয়েছে, নেপালের বিপক্ষে বুমরাহর জায়গায় শামির খেলার সম্ভাবনাই বেশি। এই এক পরিবর্তন ছাড়া ভারতীয় দলে কোনও পরিবর্তন হবে বলে আশা করা হচ্ছে না।

যদিও নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তৃতীয় পেসার হিসেবে মোহাম্মদ শামিকে মাঠে নামায়নি ভারত। তার বদলে শার্দুল ঠাকুরকে বেছে নিয়েছিল টিম ম্যানেজমেন্ট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img