বৃষ্টি বিঘ্নিত সিডনি টেস্টের প্রথম দিন শেষে সাউথ আফ্রিকার বিপক্ষে ২ উইকেটে ১৪৭ রান করেছে অস্ট্রেলিয়া। দিনের শেষ বলে আউট হবার আগে সর্ব্বোচ্চ ৭৯ রান করে গেছেন মারনাস লাবুশেন, ফিফটি করে উইকেটে আছেন ওসমান খোয়াজার।
ম্যাচের আগের দিন থেকেই সিডনিতে বৃষ্টি থাকায় উইকেট প্রস্তুত করতে সময় লেগেছে, আউটফিল্ডও ছিলো ভেজা। যে কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। সাত বাঁহাতি নিয়ে একাদশ সাজানো অজিরা টস জিতে নামে ব্যাটিংয়ে, এর মধ্যে চতুর্থ ওভারেই আনরিক নরকিয়ার অফস্ট্যাম্পের বাইরে বল কাট খেলতে গেলে প্রথম স্লিপে ধরা পরেন ডেভিড ওয়ার্নার (১০) ।
সারা দিনই থেমে থেমে বৃষ্টি হয়েছে, বারবার ম্যাচ থামাতে হয়েছে। ওর মধ্যেই দ্বিতীয় উইকেটে ১৩৫ রানের জুটি গড়েন ওসমান খোয়াজা এবং মারনাস লাবুশেন। একচল্লিশতম ওভারে কাগিসো রাবাদাকে দারুণ এক লেটকাট করে ইনিংসের ষষ্ঠ চার মারেন খোয়াজা, পেয়ে যান ক্যারিয়ারের ২০তম অর্ধশত। দিন শেষে ৫৪ রানে অপরাজিত খোয়াজা চারহাজার টেস্ট রানের ল্যান্ডমার্কও ছুঁয়েছেন এই ইনিংসে।
খোয়াজার আগেই অবশ্য ফিফিটি পেয়ে গিয়েছিলেন মারনাস লাবুশেন। সবশেষ ৯ ইনিংসে চারটি সেঞ্চুরি করা লাবুশেন ছিলেন এগারোতম টেস্ট হানড্রেডের পথে কিন্তু দিনের শেষে হালকা ভেজা উইকেটে, নরকিয়ার প্রায় নব্বই মাইল গতির বল লাবুশনকে আউট হতে বাধ্য করে। একটু খাটো লেন্থের বলটি উইকেটে আঘাত করার পর স্ট্যাম্পের দিকে যাবার পথে শেষ মূহুর্তে সোজা হয়ে যায়, সাথে আদায় করে নেয় অতিরিক্ত বাউন্স। লাবুশেনকে অতিক্রম করার শেষ মূহুর্তে বলটি ব্যাটের ওপরের কানায় লেগে চলে যায় উইকেট কিপারের হাতে। দারুণ খেলতে থাকা মারনাসকে থামাতে সত্যিকার অর্থেই অমন একটা “আনপ্লেয়েবল” ডেলিভেরিই হয়তো দরকার ছিলো। মারনাস লাবুশেনের ১৪তম টেস্ট ফিফটি থেমেছে ৭৯ রানে।
সিডনি টেস্টে দ্বিতীয় দিনের খেলা শুরু হবে স্থানীয় সময় সকাল দশটায়। এর আগে ব্রিসবেন (৬ উইকেটে) এবং মেলবোর্নে (ইনিংস ও ১৮২ রানে) সাউথ আফ্রিকার বিপক্ষে টানা দুই টেস্ট জিতে সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। এবারের মিশনটা নিশ্চিতভাবেই হোয়াউটওয়াশের।